ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত

প্রকাশিত: ০৮:৩২, ৮ ফেব্রুয়ারি ২০১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত

বাংলাদেশে নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এ্যালিসন ব্লেইক বলেছেন, বাংলাদেশের উন্নয়ন প্রয়াসে যুক্তরাজ্যের সহায়তা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও যুক্তরাজ্যের চলমান সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এ স¤পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার এ্যালিসন ব্লেইক রবিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাত করলে প্রধানমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন। যুক্তরাজ্যের হাইকমিশনার জানান, ব্রিটিশ ব্যবসায়ীরা বাংলাদেশে তাদের বাণিজ্য বাড়াতে আগ্রহী। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। খবর বাসস’র। ব্রিটিশ হাইকমিশনার আরও বলেন, তিনি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে কাজ করবেন। তিনি বলেন, বাংলাদেশে ব্রিটিশ ব্যবসায়ীরা বিশেষ করে জ্বালানি খাতে তাদের ব্যবসা বাড়াতে আগ্রহী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন হাইকমিশনারকে স্বাগত জানিয়ে সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দেন।
×