ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কালকিনিতে ব্লকের সেচযন্ত্র ভাংচুর চাষীদের ক্ষোভ

প্রকাশিত: ০৫:৫৪, ৭ ফেব্রুয়ারি ২০১৬

কালকিনিতে ব্লকের সেচযন্ত্র ভাংচুর চাষীদের ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৭ ফেব্রুয়ারি ॥ মাদারীপুরের কালকিনি পৌর এলাকার চরফতেবাহাদুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ইরি ব্লকের সেচ পাইপ ও মেশিন ভাংচুর করেছে প্রতিপক্ষ। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে এবং একই গ্রামের রশিদ ঢালীর ছেলে সোহাগ ঢালী দলবল নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উক্ত ঘটনা ঘটায় বলে অভিযোগ করেন ব্লকের ম্যানেজার জালাল আকন। এ ঘটনায় ৫০ বিঘা জমির চলতি বছরের ইরি বোরো চাষ অনিশ্চয়তায় পড়েছে এবং ভুক্তভোগী কৃষকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, ওই গ্রামের কৃষকরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবছরের মতো বোরো ধানের চাষ শুরু করে। কিন্তু হঠাৎ করে তাতে বাদসাধে ওই গ্রামের রশিদ ঢালীর ছেলে প্রভাবশালী ব্যক্তি সোহাগ ঢালী। আর ইরি-বোরো চাষ বন্ধ করে দিয়ে তিনি ব্লকের ব্যবহৃত সেচ পাইপ ও মেশিন ভেঙ্গে ফেলে এবং কৃষকদের হুমকি প্রদর্শন করছে। এ ব্যাপারে ব্লকের ম্যানেজার জালাল আকন ও চাষী জামাল বেপারি অভিযোগ করে বলেন, আমাদের ব্লকের মেশিন ও পাইপ ভেঙ্গে দিয়েছে সোহাগ। আর এতে করে পানি সেচের অভাবে ব্লকের ধান নিয়ে হুমকিতে পড়েছি আমরা।
×