ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৭০ ভুয়া পরীক্ষার্থীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড

প্রকাশিত: ০৫:১৩, ৮ ফেব্রুয়ারি ২০১৬

৭০ ভুয়া পরীক্ষার্থীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড

স্টাফ রিপোর্টার ॥ কৃষি সম্প্রসারণ অধিদফতরের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষায় অংশ নেয়া ৭০ ভুয়া পরীক্ষার্থীর ১৫ দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আরও ছয় ভুয়া পরীক্ষার্থীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার রাজধানীর ২৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ভুয়া পরীক্ষার্থীদের মধ্যে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, বাংলা কলেজের ছাত্র এবং বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরতরা ছিল। এরা কেউবা টাকার বিনিময়ে আবার কেউ পরিচিতকে চাকরি পাইয়ে দিতে এ পরীক্ষায় অংশ নেয়। কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদফতরের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী হিসেবে অংশ নেয়া এবং ভ্রম্যমাণ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত ৭০ জন হলোÑ মোঃ আল রফিক জয়, পিতা-শবীর ম-ল, গ্রাম-চর কাঠারি, পোঃ-চর কাঠারি, থানা-দৌলতপুর, জেলা-মানিকগঞ্জ; মোঃ নাঈম হাসান তাজিম, পিতা-মোঃ আনোয়ার হোসেন, গ্রাম-বড় জালিয়া, থানা-হিজলা, জেলা-বরিশাল; বিজয় চন্দ্র মহন্ত, পিতা-রাধা গোবিন্দ চন্দ্র মহন্ত, গ্রাম-মহদীপুর, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর; শামীম মাহমুদ, পিতা-শাজাহান আলী, গ্রাম-লাউফুলা, থানা-মুধুপুর, জেলা-টাঙ্গাইল; রেজাউল করিম, পিতা-শহিদুল ইসলাম, গ্রাম-বারমাইসা, থানা-নকলা, জেলা-শেরপুর; সাব্বির হোসেন, পিতা-মৃত শেখ মিলন, গ্রাম-বড় কাশীপুর, থানা-সাতক্ষীরা, জেলা-সাতক্ষীরা; মোঃ সাবরাজ, পিতা-মোঃ ফজলুল, গ্রাম-নজুনবাগ, থানা-ঘাটাইল, জেলা-টাঙ্গাইল; রাশেদুল ইসলাম রাব্বি, পিতা-মোঃ খলিলুর রহমান, গ্রাম-বাসন্ডা, থানা-ঝালকাঠি, জেলা-ঝালকাঠি; মোঃ আল আমিন, পিতা-নুরুজ্জামান, গ্রাম-সল্লা, থানা-কালীহাতি, জেলা-টাঙ্গাইল; মোঃ ইমরান হোসেন, পিতা-মোঃ আবুল কালাম আজাদ, গ্রাম-মোচড়া, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল; জাকিরুল ইসলাম, পিতা-ফয়জার রহমান (ফুলমিয়া), গ্রাম-গিদারি, থানা-গাইবান্ধা, জেলা-গাইবান্ধা; মোঃ গোলাম সরোয়ার, পিতা-মোঃ আবুল কালাম আজাদ, গ্রাম-বিষ্ণপুর, থানা- চাঁদপুর, জেলা-চাঁদপুর; ইমরান খান, পিতা-মিজানুর রহমান খান, গ্রাম-চরকাউয়া, থানা-বরিশাল সদর, জেলা-বরিশাল; আরিফ হোসেন, পিতা-মাহাতাপ, গ্রাম-হাড়কান্দি, থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গা; শাহনেওয়াজ লোটাস, পিতা-মোঃ সিদ্দিকুর রহমান, গ্রাম-কুচিয়াগ্রাম, থানা-আলফাডাঙ্গা, জেলা-ফরিদপুর; শাহনেওয়াজ কবির, পিতা-শফিকুর রহমান, গ্রাম-করিয়ানগর, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম; তাহমীদ ইসলাম, পিতা-রফিকুল ইসলাম, গ্রাম-কুমারভোগ, থানা-লৌহজং, জেলা-মুন্সীগঞ্জ; মোঃ সাইদুল ইসলাম খান, পিতা-মৃত আশরাফ আলী খান, গ্রাম- সাতকাহিনা, থানা-নাজিরপুর, জেলা-পিরোজপুর; মোঃ কামাল হোসাইন, পিতা-মোঃ আঃ রশিদ, গ্রাম-হিজলা, থানা-হিজলা, জেলা-বরিশাল; নাহিদ রেজা, পিতা-মৃত আবুল কালাম, গ্রাম-আগরপুর, পো-বোহদ্দহ, থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ; মোঃ হাবিবুর রহমান, পিতা-মোঃ আনিছুর রহমান, গ্রাম-সোন্দাহ, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া; মোঃ আলমগীর হুসাইন, পিতা-মোঃ আজিকর রহমান, গ্রাম-ইসলামপুর, থানা-ঝিকরগাছা, জেলা- যশোর; মোঃ কামরুজ্জামান, পিতা-মোমতাজ উদ্দিন আহমেদ, গ্রাম ৫৫৯, আদর্শনগর, মধ্যবাড্ডা, থানা-বাড্ডা, জেলা-ঢাকা; মোঃ শাহিদুল ইসলাম, পিতা- বজলুর রহমান, গ্রাম-রাজারদাতি, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ; আসাদুজ্জামান ভূইয়া, পিতা-দুলাল ভূঁইয়া, গ্রাম-বাতাচো, থানা-মনোহরগঞ্জ, জেলা-কুমিল্লা; মাহফুজুর রহমান, পিতা-মোঃ আবু তালেব, গ্রাম-৩১/১, হাসান নগর, থানা-কামরাঙ্গীরচর, জেলা-ঢাকা; ফাহিম আহমেদ, পিতা-কামাল আহমেদ, গ্রাম- ২-এ/এ, ২য় কলোনি মাজাররোড, মিরপুর, থানা-দারুস সালাম, জেলা- ঢাকা; মকিমজান বিবি, পিতা-মোঃ ফারুক, গ্রাম-বড় মানিকা, পোঃ মানিকার হাট, থানা- বোরহানউদ্দিন, জেলা-ভোলা; মোঃ সোনা মিয়া, পিতা-মোঃ সাহিদুর রহমান, গ্রাম-কামারজানী, থানা-ঘিওর, জেলা-মানিকগঞ্জ; শহীদুল ইসলাম, পিতা-আব্দুস সালাম হাওলাদার, গ্রাম-চাঁদাত্রিশিরা, থানা-আগৈলঝাড়া, জেলা-বরিশাল; সুমন রবিদাস, পিতা-শ্যামলাল রবিদাস, গ্রাম-চাপারকোনা, থানা-সরিষাবাড়ী, জেলা-জামালপুর; শাইখ সাঈদ পিতা- মোঃ জাহাঙ্গীর হোসেন, গ্রাম-মোড়লকান্দি, থানা- জাজিরা, জেলা-শরীয়তপুর; মোঃ সাহিদুল আলম, পিতা-মোঃ মোস্তাফিজুর রহমান, গ্রাম-চরছকিনা, থানা-লালমোহন, জেলা-ভোলা; গুরুদাস ম-ল, পিতা-কালীপদ ম-ল, গ্রাম-শুকতিয়া, থানা-তালা, জেলা-সাতক্ষীরা; তৌফিকুল ইসলাম, পিতা-তৌহিদুল ইসলাম, গ্রাম-দেওরাছড়া চা বাগন, থানা-চুনারুঘাট, জেলা-মৌলভীবাজার; মোঃ শাহীন মিয়া, পিতা-আঃ মান্নান মিয়া, গ্রাম-একদুয়ারিয়া, থানা-মনোহরদী, জেলা-নরসিংদী; মোঃ হাসানুজ্জামান, পিতা-মোঃ গোলাম মোস্তফা, গ্রাম- পার্বতীপুর, থানা-হরিণাকু-ু, জেলা-ঝিনাইদহ; ইউসুফ আলী, পিতা-জাকারিয়া হোসেন, গ্রাম- বিশোদপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ; মোঃ মিজানুর রহমান, পিতা-মোঃ আমির হামজা সরদার, গ্রাম-শ্রীপুর, থানা-হিজলা, জেলা- বরিশাল; মোঃ নূরনবী, পিতা-মোঃ ইমান আলী, গ্রাম-৪৪/১ হক মঞ্জিল স্টেশন রোড, তেজকুনিপাড়া, থানা-তেজগাঁও, জেলা-ঢাকা; প্রদীপ্ত্য শর্মা অংকুর, পিতা-অমূল্যনার্মা, গ্রাম-কামাল কাছনা, জেলা-রংপুর; মোঃ রফিকুল ইসলাম পারভেজ, পিতা-আবুল কাশেম, গ্রাম- মাদারীপুর, থানা-শিবচর, জেলা-মাদারীপুর; শেখ সাদ আব্দুল্লাহ, পিতা-এস এম শওকত হোসেন, হক মঞ্জিল ৪৪/১, তেজকুনিপাড়া, থানা-তেজগাঁও, জেলা-ঢাকা; তৌহিদুর রহমান, পিতা-ফিরোজুর রহমান, গ্রাম-মাটি কোমরা, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর; সফিক উল-হাসান, পিতা-আবুল হোসেন, গ্রাম-বাড়ার্জ জিকরা মিতরা, থানা-মিতরা, জেলা-মানিকগঞ্জ; মোঃ আল মুসতান জিদ, পিতা-শরিফুল ইসলাম, গ্রাম-সুন্দইল, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা; ওবায়দুর রহমান, পিতা- মোবারক মাতুব্বর, গ্রাম-হাজাবী হাজীবকান্দি, থানা-সদরপুর, জেলা-ফরিদপুর; মোঃ আবুল কালাম, পিতা-মোঃ ছালাম শিকদার, গ্রাম-দশদোনা, থানা-মনোহরদী, জেলা-নরসিংদী; মিহিত কীর্ত্তনিয়া, পিতা-মনিও নাথ কীর্ত্তনিয়া, গ্রাম-বড় ডুমরিয়া, থানা-টুঙ্গিপাড়া, জেলা-গোপালগঞ্জ; মোঃ আলমগীর হোসেন, পিতা-মোঃ আবুল কাশেম, গ্রাম-বসুয়ারা, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা; মোঃ রাসেল, পিতা-মৃত জালাল উদ্দিন, গ্রাম- ইব্রাহীমপুর ৪৭/১, থানা-কাফরুল, জেলা-ঢাকা; মোঃ আব্দুল ওয়াদুদ, পিতা-আব্দুল মতিন, গ্রাম- জলমুখা আজমিরিগঞ্জ, থানা-আজমিরিগঞ্জ, জেলা-হবিগঞ্জ; মোঃ তারেক মিয়া, পিতা-মোঃ শহিদুল ইসলাম, গ্রাম-ভবানীপুর, থানা-গাইবান্ধা, জেলা-গাইবান্ধা; মোঃ সোহেল রানা, পিতা-মোঃ মুকুল হোসেন, গ্রাম-পাঠানপাড়া, থানা-চাঁপাইনবাবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ; মোঃ মাজাহারুল ইসলাম, পিতা-মোঃ আকতার হোসাইন, গ্রাম-ফুলবাড়িয়া, থানা-ফুলবাড়িয়া, জেলা-ময়মনসিংহ; রাকিব, পিতা-মোতালেব, গ্রাম-মিরপুর, থানা-শাহআলী, ঢাকা; মোঃ জিয়াউল, পিতা-আব্দুস সালাম, গ্রাম-পিংপুলাকাঠি, থানা-গৌরনদী, জেলা-বরিশাল; মোঃ মোহসীন আলী, পিতা-মোঃ ইউসূফ আলী, গ্রাম-দ-পাল, পোঃ বাঘাদহ, থানা-দেবীগঞ্জ, জেলা-পঞ্চগড়; মোঃ নাইম হাসান, পিতা-মোঃ আকরাম হোসেন, গ্রাম-আমিরাবাদ, থানা-বেড়া, জেলা-পাবনা; মোঃ জাহিদুল ইসলাম, পিতা-আফছার উদ্দিন, গ্রাম-চাদটির শিরা, থানা-আগৈলঝাড়া, জেলা-বরিশাল; আসাদুল ইসলাম, পিতা-আবু বক্কর ছিদ্দিক, গ্রাম-মিরপুর-১০, থানা-মিরপুর, জেলা-ঢাকা; মোঃ সিরাজুল ইসলাম, পিতা-ফুল মাহমুদ আলী, গ্রাম-লছমনপুর শেরপুর, থানা-শেরপুর, জেলা-শেরপুর; মোঃ রোকনুজ্জামান, পিতা-মোঃ শহিদুর রহমান, গ্রাম-ঘাগোয়া রূপার বাজার, থানা-গাইবান্ধা, জেলা-গাইবান্ধা; মোঃ ইমন হোসেন, পিতা-মোঃ আলি হোসেন, গ্রাম- হাসান নগর, থানা-কামরাঙ্গীরচর, জেলা-ঢাকা; ছিয়াম আহম্মেদ, পিতা-কামাল উদ্দিন, গ্রাম-মিরপুর-১১, থানা-পল্লবী, জেলা-ঢাকা; রতন মিয়া, পিতা-মোঃ আবদুস সালাম, গ্রাম-বাউবী গজারিয়া, থানা-সরিষাবাড়ী, জেলা-জামালপুর; মোঃ সাদিকুল ইসলাম, পিতা-মৃত কছির উদ্দিন, গ্রাম-পাইকড়া, থানা-আত্রাই, জেলা-নওগাঁ; মোঃ ইমরান সিদ্দিকী, পিতা- মোঃ অলিউর রহমান, গ্রাম-আশুগঞ্জ, থানা- আশুগঞ্জ, জেলা-বি.বাড়িয়া; মোঃ রাকিব হোসাইন, পিতা-ফজলুল করিম, গ্রাম-বিরাহিমপুর, থানা-লক্ষ্মীপুর সদর, জেলা-লক্ষ্মীপুর এবং মোঃ আবুল কালাম আজাদ, পিতা-মোঃ নুরুল ইসলাম, গ্রাম-চ-িপুর, পো-চ-িপুর বাজার, থানা-ঝিনাইদহ, জেলা- ঝিনাইদহ।
×