ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসের বিরুদ্ধে সত্যিকার লড়াই চালাব ॥ রুবিও

প্রকাশিত: ০৫:০৩, ৮ ফেব্রুয়ারি ২০১৬

সন্ত্রাসের বিরুদ্ধে  সত্যিকার লড়াই  চালাব ॥ রুবিও

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির অন্যতম উদীয়মান মনোনয়নপ্রত্যাশী মার্কো রুবিও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সত্যিকারের লড়াই শুরুর প্রতিশ্রুতি দিয়েছেন। ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনেটর রুবিও নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ দলীয় প্রাইমারি ভোটে জয়ী হতে জর্জ ডব্লিউ বুশের নীতিরই পুনরাবৃত্তি করছেন। খবর টেলিগ্রাফ অনলাইনের। মঙ্গলবারের ওই প্রাইমারি ভোটে তার প্রেসিডেন্ট হওয়ার চেষ্টার শক্তিরও আবার পরীক্ষা হবে। তিনি চলতি মাসে আইওয়া ককাস ভোটে অপ্রত্যাশিত সাফল্য দেখিয়ে রিপাবলিকান পার্টির মনোনয়নের লড়াইয়ে নতুন প্রিয়মুখ হিসেবে আবির্ভূত হন। জনাকীর্ণ এক জিমনেশিয়ামে ভাষণ দানকালে রুবিও তার শ্রোতাদের সতর্ক করে দেন যে, উত্তর কোরিয়ার ‘উন্মাদ’ একনায়কের হাতে পরমাণু অস্ত্র রয়েছে, চীন আমেরিকার আবিষ্কার চুরি করে নিয়ে নিজের স্যাটেলাইট উৎক্ষেপণ করছে, রাশিয়া বিশ্বের শক্তি করায়ত্ত করতে মরিয়া হয়ে ওঠেছে, ইরান ‘সন্ত্রাসবাদে মদদ’ যোগাচ্ছে, আর ইসলামিক স্টেট জিহাদীরা বিশ্ব ধ্বংসের লক্ষ্যে হামলা চালাচ্ছে।
×