ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে নলকূপে চাপ দিলেই বের হচ্ছে গ্যাস

প্রকাশিত: ০৪:০৪, ৮ ফেব্রুয়ারি ২০১৬

বাগেরহাটে নলকূপে চাপ দিলেই বের হচ্ছে গ্যাস

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের একটি গ্রামে সদ্য বসানো এক নলকূপ থেকে গ্যাস উঠছে। পানি ওঠানোর জন্য চাপ দিলেই বের হচ্ছে গ্যাস। আগুন ধরিয়ে দিলে প্রতি চাপেই দপ করে জ্বলে উঠছে গ্যাস। রবিবার গোটাপাড়া ইউনিয়নের মুখ্যাইট গ্রামের মুজিবুর রহমান বাড়িতে একটি নলকূপ বসান। এর পর থেকে ওই নলকূপের পানির সঙ্গে বুদ্বুদ আকারে প্রাকৃতিক গ্যাস উঠছে। গৃহকর্তা মুজিবুর রহমান জানান, এক সপ্তাহ আগে বাড়ির আঙিনায় নলকূপটি বসান। মাটির গভীরে ১১০ থেকে ১১৫ ফুট পাইপ দিয়ে কল বসানোর পর থেকে পানির সঙ্গে বুদ্বুদসহ গ্যাস উঠছে। কল চাপ দিয়ে কোন দিয়াশলাইয়ে জ্বলন্ত কাঠি ধরলে দাউদাউ করে আগুন জ্বলছে। কল থেকে তোলা পানি পাত্রে রেখে দিলে তার ওপর তেলের মতো ভাসছে। গোটাপাড়া ইউপি চেয়ারম্যান বাশারাত হাওলাদার জানান, এক সপ্তাহ ধরে মুখ্যাইট গ্রামের মুজিবুর রহমানের বাড়িতে বসানো নলকূপ থেকে গ্যাস উঠছে।
×