ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যশোর স্বাস্থ্য বিভাগে ৪শ’ পদ শূন্য

প্রকাশিত: ০৪:০২, ৮ ফেব্রুয়ারি ২০১৬

যশোর স্বাস্থ্য বিভাগে ৪শ’ পদ শূন্য

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ জেলা স্বাস্থ্য বিভাগে ১ হাজার ৬শ’ ৬৬টি পদের মধ্যে প্রায় ৪শ’ কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য রয়েছে। এতে লাখ লাখ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থা চলছে দীর্ঘদিন ধরে। যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলার ৮ উপজেলার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১ম শ্রেণী, ২য় শ্রেণী ও ৪র্থ শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীর মোট ৩শ’ ৯৮টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রযেছে। এর ভেতর ৪৫টি ১ম শ্রেণীর কর্মকর্তা, ৩টি ২য় শ্রেণী, ২শ’ ৯৪টি ৩য় শ্রেণী ও ৫৩টি ৪র্থ শ্রেণীর পদ রয়েছে। সূত্র জানিয়েছে, জেলায় ১ম শ্রেণীর পদ রয়েছে ২শ’ ১২টি। কর্মরত আছেন ১শ’ ৬৭ জন। বাকি ৪৫টি পদে কোন কর্মকর্তা নেই। দীর্ঘদিন ধরে পদগুলো শূন্য রয়েছে। ২য় শ্রেণীর কর্মকর্তা পদের সংখ্যা ১শ’ ১৪টি। কর্মরত আছেন ১শ’ ১১ জন। ৩টি পদ শূন্য রয়েছে। ৩য় শ্রেণির মোট পদের সংখ্যা ১ হাজার ১শ’ ১টি। কর্মরত রয়েছেন ৮শ’ ৭ জন। শূন্য পদ রয়েছে ২শ’ ৯৪টি। ৪র্থ শ্রেণীর মোট পদ ২শ’ ৩৯টি। কর্মরত আছেন ১শ’ ৮৬টি পদে। ৫৩টি পদ শূন্য রয়েছে। শূন্য পদের সংখ্যা ৩শ’ ৯৮টি। শূন্যপদগুলোর মধ্যে ১ম শ্রেণীর জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ৩টি, জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন), জুনিয়র কনসালট্যান্ট (গাইনি), জুনিয়র কনসালট্যান্ট (চক্ষু), জুনিয়র কনসালট্যান্ট (ইএনটি) জুনিয়র কনসালট্যান্ট, শিশু ও জুনিয়র কনসালট্যান্ট (চর্ম ও যৌন) পদে ২টি করে ১২টি পদ শূন্য রয়েছে। আবাসিক মেডিক্যাল অফিসারের পদ শূন্য রয়েছে ৪টি। জুনিয়র কনসালট্যান্ট (এ্যানেসথেসিয়া ) পদ শূন্য ৫টি। সহকারী সার্জনের পদ শূন্য রয়েছে ৮টি। এ ছাড়া জুনিয়র কনসালট্যান্ট (অর্থো), জুনিয়র কনসালট্যান্ট (কার্ডিও), মেডিক্যাল অফিসার (লেপ্রসি), নবসৃষ্ট সহকারী সার্জন, ইএমও এ্যানেসথেসিয়া মেডিক্যাল অফিসার (হোমিও), ফিল্ড অফিসার (নরপ) এ সকল ১টি করে ৮টি পদ শূন্য রয়েছে। এসব পদ ১ম শ্রেণীর।
×