ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

প্রকাশিত: ০৩:৫৯, ৮ ফেব্রুয়ারি ২০১৬

পুঁজিবাজারে সূচক বাড়লেও  লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ অবশেষে সূচকের ইতিবাচক ধারায় সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। বেশিরভাগ কোম্পানির দর বাড়ার কারণে সব ধরনের সূচক বাড়লেও তবে উভয় বাজারেই আগের দিনের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ। দিনটিতে স্বল্প মূলধনী বা জাঙ্ক কোম্পানিগুলোর দর অস্বাভাবিকভাবে বাড়লেও লেনদেনের শীর্ষে ছিল ওষুধ এবং রসায়ন খাতটি। সারাদিন খাতটির মোট লেনদেনের ২৫ দশমিক ১৫ শতাংশ লেনদেন করেছে। সদ্য সমাপ্ত প্রান্তিকে কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনের ফল এবং ডিসেম্বর ক্লোজিং কোম্পানিগুলোর ঘোষণা করতে যাওয়া লভ্যাংশ ঘিরে বিনিয়োগকারীদের আশা নিরাশার দোলাচল রয়েছে। সেই কারণে সার্বিকভাবে লেনদেনে অতি সতর্কতা অবলম্বন করতে দেখা গেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। রবিবারের বাজার পর্যালোচনায় দেখা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে ৩১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ২৪ কোটি টাকা কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৩৪২ কোটি টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি শেয়ার দর। রবিবারের সকালটা শুরু হয়েছিল সূচকের উত্থান দিয়ে। কিন্তু তা খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। তবে সবসময়ই দিনটিতে ওষুধ এবং রসায়ন খাতের কোম্পানিগুলোর প্রাধান্য দেখা গেছে। দিনশেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৪৭ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো - বেক্সিমকো ফার্মা, এসিআই লিমিটেড, স্কয়ার ফার্মা, বেক্সিমকো, বিএসসিসিএল, এয়ারেল্ড অয়েল, সিটি ব্যাংক, ম্যাকসন্স স্পিনিং মিলস, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড। রবিবারে ঢাকার বাজারের মতো অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সব ধরনের সূচকই বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার।
×