ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউরোজোনের প্রবৃদ্ধি হবে ১.৭ শতাংশ

প্রকাশিত: ০৩:৫৭, ৮ ফেব্রুয়ারি ২০১৬

ইউরোজোনের প্রবৃদ্ধি হবে ১.৭ শতাংশ

২০১৬ সালে ১৯ সদস্যভুক্ত একক মুদ্রাঞ্চল ইউরোজোনের প্রবৃদ্ধি হবে ১ দশমিক ৭ শতাংশ। ২০১৭ সালে প্রবৃদ্ধির আকার দাঁড়াবে ১ দশমিক ৯ শতাংশ। সম্প্রতি এমন পূর্বাভাস দিয়ে ইউরোপিয়ান কমিশনের অর্থনীতি বিষয়ক কমিশনার পিয়েরে মস্কোভিসি বলেছেন, বিশ্ব অর্থনীতির ঝুঁকির পাশাপাশি ইউরোজোনের অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হওয়ায় চলতি বছর এবং আগামী বছর প্রবৃদ্ধি কমবে এ অঞ্চলের। ইউরোপে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রবৃদ্ধি যেমনই হোক না কেন, অভ্যন্তরীণ চাহিদা না বাড়ার বিষয়টি এখনও ইউরোজোনের জন্য ঝুঁকি। এক্ষেত্রে জ্বালানি তেলের দাম, ইউরোর দুর্বল মানের কারণে ইউরোজোন কিছুটা লাভবান হলেও বিশ্ব অর্থনীতির ধীরগতির কারণে এ অঞ্চলের অর্থনীতিতে ঝুঁকি থেকেই যাচ্ছে। এর মধ্যে জার্মানি, ফ্রান্স ছাড়া ইউরোজোনের বেশিরভাগ দেশের অর্থনীতিরই বেহাল দশা। -অর্থনৈতিক রিপোর্টার
×