ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বইমেলায় মুকুল রায়ের ‘বাগেশ্বরী পাহাড়’

প্রকাশিত: ০৩:২৫, ৮ ফেব্রুয়ারি ২০১৬

বইমেলায় মুকুল রায়ের ‘বাগেশ্বরী পাহাড়’

স্টাফ রিপোর্টার ॥ একুশে বইমেলায় প্রকাশ হয়েছে সাহিত্যিক মুকুল রায়ের ভ্রমণ -উপন্যাস ‘বাগেশ্বরী পাহাড়’ এর পঞ্চ খ-। আসাম ভ্রমণ-নিয়ে রচিত উপন্যাস ‘বাগেশ্বরী পাহাড়’ ইতোমধ্যে কোলকাতা পাঠকদের জয় করেছে। ‘বাগেশ্বরী পাহাড়’ ছাড়াও এ পর্যন্ত চারটি কাব্যগ্রন্থ, দুটি গল্পগ্রন্থ এবং শিশুতোষসহ লেখকের ১৩টি গ্রন্থ প্রকাশ হয়েছে। লেখক হিসেবে পশ্চিমবঙ্গ, কোলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়, ঢাকার এশিয়ান ইউনিভার্সিটিসহ বিভিন্নস্থানে সংবর্ধনা পেয়েছেন। মুকুল রায়ের জন্ম লালমনিরহাট জেলার কুলাঘাট ইউনিয়নের বড়ুয়া গ্রামে। কারমাইকেল কলেজে পড়াশোনার সময় আশির দশকে কবি হিসেবে আত্মপ্রকাশ। তবে প্রথম কাব্যগ্রন্থ ‘জীবন সংক্রান্ত শব্দ’ ২০১১ সালে প্রকাশ হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়াকালীন ‘সংবাদ’ পত্রিকায় কবির লেখা ধারাবাহিক ফিচার ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিঠি’ সেই সময়ে আলোচিত ছিল।
×