ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উত্তরায় থিয়েটার অঙ্গন পথনাট্যোৎসব

প্রকাশিত: ০৩:২৪, ৮ ফেব্রুয়ারি ২০১৬

উত্তরায় থিয়েটার অঙ্গন পথনাট্যোৎসব

স্টাফ রিপোর্টার ॥ গীতাঞ্জলি ললিতকলা একাডেমির আয়োজনে রাজধানীর উত্তরার রবীন্দ্র স্মরণীর বটমূলে প্রথমবারের মতো থিয়েটার অঙ্গন পথনাট্যোৎসবের আয়োজন করা হচ্ছে। আগামী সন্ধ্যা ৬টায় উৎসবের উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট তারানা হালিম। উৎসবের সেøাগান ‘মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়’। এ উপলক্ষে রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় গীতাঞ্জলি ললিতকলা একাডেমি কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন থিয়েটার অঙ্গন পথনাট্যোৎসব উদযাপন পর্ষদের উপদেষ্টা এমিরেটাস অধ্যাপক রফিকুল ইসলাম, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক এমডি আজিজুল ইসলাম ভূঁইয়া, উৎসবের আহ্বায়ক মাহবুব আমিন মিঠু, উৎসবের সদস্য সচিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ। অনুষ্ঠাস সঞ্চালনা করেন নাট্যকর্মী প্রবীর দত্ত। সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবের মঞ্চটির নাম রাখা হয়েছে ভাষাসৈনিক কবি মাহবুব উল আলম চৌধুরী মঞ্চ। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করবেন অধ্যাপক এমিরিটাস রফিকুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার), আইটিআই সম্মানিত সভাপতি রামেন্দু মজুমদার, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা। দেশের স্বনামধন্য নাট্যদল আরণ্যক, থিয়েটার (আরামবাগ), মহাকাল নাট্যসম্প্রদায়, নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল, প্রাচ্যনাট, নাট্যধারা, সাত্ত্বিক নাট্য সম্প্রদায়, নাট্য পুরান, নাট্যরন থিয়েটার উত্তরা এবং থিয়েটার অঙ্গন তাদের দর্শক নন্দিত নাটক মঞ্চস্থ করবে। প্রতিদিন পাঁচটি করে দুদিনে মোট ১০টি নাটক মঞ্চায়ন হবে। উৎসবের সমাপনী দিন প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এদিন সভাপতিত্ব করবেন এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি থাকবেন অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম(বার) ও নাট্যজন আতাউর রহমান।
×