ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঈশ্বরদীতে অতিরিক্ত অর্থ আদায়কারী প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করা হয়নি

প্রকাশিত: ২৩:৫০, ৭ ফেব্রুয়ারি ২০১৬

ঈশ্বরদীতে অতিরিক্ত অর্থ আদায়কারী প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করা হয়নি

স্টাফ রিপোর্টার , ঈশ্বরদী ॥ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক চলমান এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের ফরম পূরণ বাবদ আদায়কৃত অতিরিক্ত অর্থ শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক ফেরত দেওয়ার নির্দেশ প্রদানের পাঁচ দিন অতিবাহিত হলেও ঈশ্বরদী মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃপক্ষ অদৃশ্য কারণে অতিরিক্ত ফি আদায়কারী প্রতিষ্ঠানের নামের তালিকা প্রস্তুত করেননি। এমনকি শিক্ষা অফিসের দেওয়া তথ্য মতে তালিকা প্রস্তুত করার মতো কোনো ক্ষেত্রই সৃষ্টি হয়নি বলে দাবী করা হয়েছে। অথচ ফরম পূরণ চলাকালীন সময়ে ঈশ্বরদীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে মর্মে বিভিন্ন পত্র পত্রিকায় ফলাও করে সংবাদ প্রকাশিত হয়। চলমান এসএসসি পরীক্ষায় ঈশ্বরদীর ৬টি কেন্দ্রে ৭০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ হাজার ৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করছে। বিভিন্ন শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠানের একাধিক দায়িত্বশীল সূত্রের দেওয়া তথ্য মতে এসব জানা গেছে।
×