ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দক্ষিণাঞ্চলের সর্ববৃহত বই মেলা ॥ সাংবাদিকদের নিয়ে মতবিনিময়

প্রকাশিত: ২৩:২৬, ৭ ফেব্রুয়ারি ২০১৬

দক্ষিণাঞ্চলের সর্ববৃহত বই মেলা ॥ সাংবাদিকদের নিয়ে মতবিনিময়

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দক্ষিণাঞ্চলের সর্ববৃহত পাঁচ দিনব্যাপী একুশে বই মেলা উদ্যাপন উপলক্ষ্যে অন্যান্য বছরের ন্যায় এবারও রবিবার সকালে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া কলেজ মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দরা। একুশে বই মেলা উদ্যাপন কমিটির আহবায়ক ও জেলার দু’বারের শ্রেষ্ঠ মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাবেক সাধারন সম্পাদক খোকন আহম্মেদ হীরা, দপ্তর সম্পাদক আমিন মোল্লা, সাবেক দপ্তর সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, সাবেক কোষাধ্যক্ষ এস.এম জুলফিকার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ নকিবুল হক, সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম সবুজ, সদস্য কাজী আল-আমিন প্রমুখ। মাহিলাড়া কলেজের অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষকক প্রণয় কান্তি অধিকারী, কলেজ গভর্নিং বডির সদস্য মোঃ ইসাহাক আলী সরদার, মোঃ রেজা হাওলাদার, সহকারী অধ্যাপক এস.এম ইকতিয়ার হোসেন, প্রভাষক গণেষ চন্দ্র ম-ল, সুধীর দাস বীর প্রতীক প্রমুখ।
×