ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় জামায়াত পেট্রোল বোমায় নিহত ব্যক্তির পরিবারদের সাথে এসপির মতবিনিময়

প্রকাশিত: ২২:৪৮, ৭ ফেব্রুয়ারি ২০১৬

গাইবান্ধায় জামায়াত পেট্রোল বোমায় নিহত ব্যক্তির পরিবারদের সাথে এসপির মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ সদর উপজেলার তুলসীঘাটের বুড়িরঘর এলাকায় ২০১৫ সালের ৬ ফেব্র“য়ারি রাতে নাপু এন্টারপ্রাইজের পরিবহনে জামায়াত শিবিরের পেট্রোল বোমায় নিহত ব্যক্তির পরিবারদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা রোববার অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার কার্যালয়ে মতবিনিময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন, সহকারি পুলিশ সুপার মো. হুমায়ুন কবির, সহকারি পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, এসআই হাবিবুর রহমান প্রমুখ। মতবিনিময় সভায় নিহত পরিবারের সদস্যরা উক্ত ঘটনায় জড়িত জামায়াত-শিবির ও বিএনপির সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম নিহত ব্যক্তির পরিবারদের উপহার প্রদান করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০ দলীয় জোটের লাগাতার হরতাল অবরোধ কর্মসূচীর চলাকালে গত ২০১৫ সালের ৬ ফেব্র“য়ারি রাতে নাপু এন্টারপ্রাইজের পরিবহন সদর উপজেলার তুলসীঘাটের বুড়ির ঘর এলাকায় পৌছলে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে ৮ জন নিহত ও ৩৫ জন আহত হয়। ওই ঘটনায় ৬০ জন এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা ৩০ জনকে আসামী করা হয়। বর্তমানে মামলাটি তদন্তের শেষ পর্যায়ে।
×