ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অনাহূত অতিথি...

প্রকাশিত: ০৫:৪২, ৭ ফেব্রুয়ারি ২০১৬

অনাহূত অতিথি...

ছোট্ট সামুদ্রিক প্রাণী সি লায়ন বা সিন্ধু ঘোটক। কিন্তু এই প্রাণীটি যদি খাবার খেতে হোটেলের পরিপাটি টেবিলে বসে থাকে তাহলে বিষয়টি অস্বাভাবিক নয় কি? সম্প্রতি যুক্তরাষ্ট্রে এমনই এক ঘটনা ঘটেছে। বিষয়টি দেখে উপস্থিতদের চোখ কপালে ওঠার যোগাড়। বৃহস্পতিবার সকাল। ক্যালিফোর্নিয়ার সানদিয়াগো শহরের অভিজাত হোটেল মেরিন রুম। হোটেলটি সামুদ্রিক খাবারের জন্য বিখ্যাত। পর্যটকরা সানদিয়াগোতে আসলে এই হোটেলের খাবার চেখে দেখবেই। ওই দিন যথারীতি কাস্টমার খাবার অর্ডার দিয়ে অপেক্ষা করছিলেন। এক কাস্টমারের খাবার নিয়ে টেবিলে আসার পর এক নারী ওয়েটারের চিৎকার। তারপর বিষয়টি জানাজানি হয়। দেখা গেল একটি সিন্ধু ঘোটকের ছানা টেবিলে বসে আছে। এটিকে দেখার পর ক্ষুধার্ত মনে হচ্ছিল। হোটেলটির প্রধান পাচক বার্নাড জুলিয়ান বলেন, আমাদের প্রচুর ব্যস্ততা চলছিল। তখনই বিষয়টি নজরে আসে। সিন্ধু ঘোটক ছানাটিকে বিভ্রান্ত মনে হচ্ছিল। মনে হয় এটি ভুলে আমাদের হোটেলে ঢুকে পড়েছিল। পরে আমরা এটিকে উদ্ধার করে প্রাণীবিদদের হাতে তুলে দেই। এ সময় সিন্ধু ঘোটটি প্রচুর তরল খাবার খায়। ডেইলি মেইল অবলম্বনে।
×