ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বইমেলায় মানিকের ‘খবরের ফেরিওয়ালা’

প্রকাশিত: ০৪:২৫, ৭ ফেব্রুয়ারি ২০১৬

বইমেলায় মানিকের ‘খবরের ফেরিওয়ালা’

স্টাফ রিপোর্টার ॥ এবারের বইমেলায় প্রকাশ হয়েছে আমিরুল মোমেনীন মানিক রচিত বই ‘খবরের ফেরিওয়ালা।’ সেভেন্টিওয়ান টেলিমিডিয়া প্রকাশিত বইটিতে টেলিভিশন সাংবাদিকতার অভিজ্ঞতার আলোকে গল্পের ঢংয়ে রিপোর্টিং ও নিউজ প্রেজেন্টেশনের কলা-কৌশল তুলে ধরা হয়েছে। গত বইমেলায় প্রকাশিত লেখকের ‘জনচাকর’ ও ‘সুর-সঞ্চারী’ বই দুটিও মেলায় পাওয়া যাচ্ছে। ২০১২ সালে ‘বিশ্ববিদ্যালয়ের কতিপয় স্টুপিড শিক্ষক’ বইয়ের মাধ্যমে আলোচনায় আসা মানিকের অন্য বইগুলো হলো ‘ইবলিস’, ‘ব্লাডি জার্নালিস্ট’, ‘রাজনীতির কালো শকুন’, ‘বঙ্গবীর এক্সপ্রেস ও মুখোশপরা মুখ’ প্রভৃতি। স্বাতন্ত্র কথা, ও সুর গায়কির মাধ্যমে সঙ্গীত সংশ্লিষ্টদের কাছে নন্দিত মানিকের ‘অবাক শহরে’ ও ‘আয় ভোর’ এ্যালবামের গানগুলো শ্রোতাপ্রিয় হয়েছে।
×