ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাঁদে অবতরণকারী ষষ্ঠ মানব মিচেল আর নেই

প্রকাশিত: ০৪:০৫, ৭ ফেব্রুয়ারি ২০১৬

চাঁদে অবতরণকারী ষষ্ঠ মানব মিচেল আর নেই

যুক্তরাষ্ট্রের ষষ্ঠ মানব হিসেবে চাঁদে অবতরণকারী নভোচারী এডগার মিচেল (৮৫) মারা গেছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের হাসপাতালে মারা যান। খবর বিবিসির। এ্যাপোলোর ১৪তম মিশনের সদস্য হিসেবে মিচেল ১৯৭১ সালে চাঁদে যান। চাঁদের বুকে তিনি নয়ঘণ্টা সময় কাটান। এই নভোচারী পরবর্তী সময়ে মন ও মনের অজ্ঞাত বিষয় সম্পর্কে পড়াশোনায় নিয়োজিত হন। তিনি বলতেন, তার বিশ্বাস ভিনগ্রহবাসীরা পৃথিবীতে এসেছিল। ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের স্পেস মহাকাশ সংস্থা নাসা ত্যাগ করেন মিচেল। তারপর তিনি দ্য ইনস্টিটিউট অব নোয়েটিক সায়েন্স প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটির লক্ষ্য ছিল গবেষণার মাধ্যমে ব্যক্তিগত ও সামষ্টিক সচেতনতা বৃদ্ধিতে সমর্থন আদায় করা। সিরিয়ায় স্থলবাহিনী পাঠানোর প্রতিশ্রুতি বাহরাইনের ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর অংশ হিসেবে সিরিয়ায় স্থলবাহিনী পাঠানোর প্রতিশ্রুতি দিতে প্রস্তুত বলে জানিয়েছে বাহরাইন। খবর ওয়েবসাইটের। প্রতিবেশী বৃহৎ দেশ ও ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব একই ধরনের প্রতিশ্রুতি দেয়ার একদিন পর পারস্য উপসাগরের দ্বীপ দেশটিও শুক্রবার একই কথা জানালো। যুক্তরাজ্যে নিযুক্ত বাহরাইনের রাষ্ট্রদূত শেখ ফাওয়াজ বিন মোহাম্মদ আল খলিফা এক বিবৃতিতে বলেছেন, ‘সৌদি সেনাদের সঙ্গে কাজ’ করার জন্য বাহরাইনের সেনাদের পাঠানো হবে। রেকর্ড দামে রেসিং কার রেকর্ড দামে বিক্রি হলো ১৯৫৭ মডেলের একটি রেসিং কার। প্যারিসে আয়োজিত নিলামে ৩কোটি ২০লাখ ইউরো দাম ওঠে গাড়িটির। প্রত্যাশার চেয়ে অনেক বেশি দামে ফেরারি গাড়িটি বিক্রি হওয়ায় খুশি আয়োজকরা। ক্রেতা একজন মার্কিন নাগরিক। গাড়িটি প্রথম ব্যবহার করেন ব্রিটিশ রেসার পিটার কলিন্স ও ফরাসী পার্টনার মরিস ত্রিতঁ। - ওয়াশিংটন পোস্ট গ্রামে রাস্তা নেই সহজ-সরল জীবন প্রত্যক্ষ করতে হলে নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে ৯০ কিলোমিটার দূরে ওভারিজসেল প্রদেশের উত্তর-পশ্চিমে অবস্থিত গিয়েথুর্ন গ্রামে যেতে হবে। সরল, শান্ত ও মনোরম গ্রামটিতে সুন্দর খাল ও কাঠের খিলান সেতু দিয়ে চলাফেরা করতে হয়। গাড়ি গ্রামের বাইরে রেখে আসতে হয়। স্থানীয় ২৫০০ পরিবার নিয়ে বেশ বড় একটি গ্রাম। এই গ্রামকে দেখতে প্রতিবছর লাখ লাখ পর্যটক ঘুরতে আসেন- ডেইলি মেইল
×