ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোবাইল ব্যাংকিং বিষয়ে ইবিএলের কাছে ব্যাখা চেয়েছে বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: ০১:২১, ৬ ফেব্রুয়ারি ২০১৬

মোবাইল ব্যাংকিং বিষয়ে ইবিএলের কাছে ব্যাখা চেয়েছে বাংলাদেশ ব্যাংক

অনলাইন রিপোর্টার ॥ ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) মোবাইল ব্যাংকিং বন্ধ থাকার পরও লেনদেনের তথ্য দেওয়ার কারণ জানতে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানায়, সম্প্রতি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের হেড অব কমিউনিকেশন জিয়াউল করিম স্বাক্ষরিত মোবাইল ব্যাংকিং সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে। গত বুধবার ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখারকে চিঠি দিয়ে পাঁচদিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ। প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশ ব্যাংকের অনুমতি পাওয়ার পর ২০১২ সাল থেকে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) সীমিত পরিসরে মোবাইল ব্যাংকিং সেবা দিয়ে আসছে। দেশের খ্যাতনামা একটি মোবাইল ফোন অপারেটরের সহযোগিতায় নিরবচ্ছিন্নভাবে অসংখ্য গ্রাহকের রেমিটেন্স চাহিদা পূরণ করে আসছে তারা। চিঠিতে বলা হয়েছে, ইস্টার্ন ব্যাংকের এ সেবা ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং আমরা আমাদের মোবাইল ব্যাংকিং সেবার পরিসর আরও বৃদ্ধি করার পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছি, যার সুফল গ্রাহকরা খুব শিগগিরই পাবেন বলে আশা করছে ইবিএল। চিঠিতে জিয়াউল করিম বলেছেন, ‘আমরা কখনোই মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ করার ব্যাপারে কোনো পরিকল্পনা যেমন করিনি, বাংলাদেশ ব্যাংককেও আমাদের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো তথ্যও দেওয়া হয়নি। ২০১৫ সালের ডিসেম্বর মাসেই ইবিএল মোবাইল ব্যাংকিংয়ে ৫৩৮টি লেনদেন সম্পন্ন হয়েছে।
×