ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অভিনেতা ফরিদ আলী আইসিইউতে

প্রকাশিত: ০০:১৮, ৬ ফেব্রুয়ারি ২০১৬

অভিনেতা ফরিদ আলী আইসিইউতে

স্টাফ রিপোর্টার ॥ অভিনেতা ও মুক্তিযোদ্ধা ফরিদ আলী ঢাকা মেডিকেলের আইসিইউতে। দফায় দফায় বিভিন্ন ডাক্তারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। গত ১৫ জানুয়ারি পুরান ঢাকার এই অভিনেতা হার্টএ্যাটাক করলে তাকে নিকটস্থ ওয়ারী ডায়াবেটিকস হাসাপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। সেখানে তিনদিন থাকার পর তাকে চ্যানেল আইয়ের বেশকিছুটা সহযোগিতায় তাকে জাপান বাংলাদেশ ফ্রে-শীপ হসপিটালে চিকিৎসা সেবা দেয়া হয়। বর্তমানে প্রায় ১৫ দিন যাবত তিনি ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। ফরিদ আলীর বড় ছেলে ইশতিয়াক আলী শুভ জনকণ্ঠকে জানান, ডাক্তার বলেছেন দ্রুত উন্নত চিকিৎসার জন্য আব্বাকে দেশের বাইরে নিয়ে যেতে হবে। তাছাড়া তাকে বাঁচানো কোনভাবেই সম্ভব নয়। আমরা আর্থিকভাবে অনেকটাই অসহায় হয়ে পড়েছি। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করবো তিনি যেন তার সহযোগিতার হাত আমাার বাবার দিকে বাড়িয়ে দেন। ফরিদ আলী কৌতুক অভিনয়ে দর্শকমনে এখনও দাগ কেটে রয়েছেন। বিশেষ করে ‘ টাকা দেন দুবাই যাব, বাংলাদেশে থাকবো না’ এই সংলাপটির সাথে যারা পরিচিত তারা এক বাক্যেই উচ্চারণ করবেন অভিনেতা ফরিদ আলীর নাম। শুধুমাত্র অভিনয় নয়, নাটক লেখা ও নির্দেশনায়ও সিদ্ধ হস্ত ছিলেন এই শিল্পী। ৭৫ বছর বয়সী ফরিদ আলী পুরোনো ঢাকার ঠাটারি বাজারের বাসিন্দা। গত ঈদে তিনি আমজাদ হোসেনের পরিচালনায় ‘পূর্ণিমার চাঁদে মেঘ’ নাটকে অভিনয় করেছেন। তবে কবে সর্বশেষ চলচ্চিত্রে অভিনয় করেছেন তা এখন মনে করতে পারছেন না ফরিদ আলী। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ফরিদ আলীকে বঙ্গবন্ধু ‘চাল্লি ফরু’ বলে ডাকতেন। এ নামে কেউ ডাকলে তখন ভীষণ ভালোলাগে তার।
×