ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেপালে ফের ভূমিকম্প ॥ আহত ১৫

প্রকাশিত: ০৮:১৭, ৬ ফেব্রুয়ারি ২০১৬

নেপালে ফের  ভূমিকম্প ॥ আহত ১৫

নেপালের রাজধানী কাঠমা-ু ও এর পর্যটন কেন্দ্র পোখরায় শুক্রবার রাতে পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় রাত ১০টার দিকে এই ভূমিকম্প হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ভূমিকম্প পর্যবেক্ষণকারী মার্কিন সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের রাজধানী কাঠমা-ু থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে। এ ছাড়া ভারতের বিহারের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় এই কম্পন অনুভূত হয়। এই ভূমিকম্পের কারণে স্থানীয় লোকজন ভীত হয়ে ঘর থেকে বাইরে বের হয়ে আসে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ভূমিকম্প আতঙ্কে দৌড়াদৌড়ি করতে গিয়ে ১৫ জন আহত হয়েছে।
×