ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আপাতত নেইমারের সুখবর

প্রকাশিত: ০৫:৩২, ৬ ফেব্রুয়ারি ২০১৬

আপাতত নেইমারের সুখবর

স্পোর্টস রিপোর্টার ॥ ঝামেলার অন্ত নেই নেইমারের! শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ২৪ বছরে পা রাখা ব্রাজিলিয়ান অধিনায়ক কর ফাঁকির মামলায় অতিষ্ঠ। তবে আপাতত এক অঞ্চলের এই ঝামেলা থেকে মুক্ত হয়েছেন বার্সিলোনা তারকা। সম্প্রতি নিজ দেশ ব্রাজিলেও কর ফাঁকির অভিযোগ উঠে নেইমারের বিরুদ্ধে। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। তবে বার্সিলোনা সুপারস্টারের জন্য সুখবর, আপাতত ব্রাজিলে কর ফাঁকির মামলা থেকে মুক্তি পেয়েছেন তিনি। নেইমারের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেয়নি আদালত। ব্রাজিলের রাজস্ব বিভাগ এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্তে আসতে পারেনি বলেই মামলা নেয়া হয়নি বলে জানিয়েছে পেলের দেশের এক বিচারক। কর ফাঁকি আর মিথ্যা তথ্য দেয়ার জন্য নেইমার, নেইমারের বাবা, বার্সিলোনার বর্তমান সভাপতি জোজেপ মারিয়া বার্টোমেউ ও সাবেক সভাপতি সান্ড্রো রোসেলের বিরুদ্ধে অভিযোগ এনেছিল ব্রাজিলের সরকারী আইনজীবীরা। বিচারক মাটেউস কাসটেলো ব্রাঙ্কো ফিরমিনো দা সিলভা এ প্রসঙ্গে বলেন, ফেডারেল সুপ্রীম কোর্ট মনে করছে, কর কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া কর মামলার অভিযোগ গ্রহণ সম্ভব নয়। আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল করবে বলে জানিয়েছে ব্রাজিলের সরকারী আইনজীবীরা। গত মঙ্গলবার নেইমারের বিরুদ্ধে অভিযোগ দায়েরের সময় ব্রাজিলের সরকারী আইনজীবীরা দাবি করেছিলেন, অন্য অভিযুক্তদের সঙ্গে তারকা ফরোয়ার্ডের এ কাজ দেশটির সরকারী রাজস্ব বিভাগের লাখ লাখ টাকার ক্ষতি করেছে। নেইমারের বিরুদ্ধে কর ফাঁকি দেয়ার অভিযোগগুলো তার ব্রাজিলের ক্লাব সান্টোসের হয়ে খেলার সময়ের। এছাড়াও রাষ্ট্রপক্ষ অভিযোগ করেছিল, ২০১১ সালে বার্সিলোনায় যাওয়ার আলোচনা হওয়ার সময়ও কর ফাঁকি দেন নেইমার। ব্রাজিলে আপাতত রক্ষা পেলেও স্পেনে কর ফাঁকি নিয়ে ঝামেলায় আছেন নেইমার। সান্টোস থেকে বার্সিলোনায় ট্রান্সফার নিয়ে অনিয়মের অভিযোগের বিষয়ে সাক্ষ্য দিতে গত মঙ্গলবার নেইমার ও তার বাবা স্পেনের এক বিচারকের সামনে হাজির হয়েছিলেন। গ্রীষ্মকালীন দল বদলের বাজারে নেইমারকে পেতে ম্যানচেস্টার ইউনাইটেড ১৯ কোটি ইউরোর (১৪ কোটি ৫০ লাখ পাউন্ড) প্রস্তাব দিয়েছিল বলে জানিয়েছেন বার্সিলোনা ফরোয়ার্ডের বাবা।
×