ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অনুশীলনে ফিরতে চান ম্যাকক্লেনাঘান

প্রকাশিত: ০৫:৩০, ৬ ফেব্রুয়ারি ২০১৬

অনুশীলনে ফিরতে চান ম্যাকক্লেনাঘান

স্পোর্টস রিপোর্টার ॥ কয়েকদিনের মধ্যেই আবার অনুশীলনে ফিরতে চান নিউজিল্যান্ডের পেসার মিচেল ম্যাকক্লেনাঘান। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১০ দিন আগে ব্যাটিংয়ের সময় চোখে আঘাত পেয়েছিলেন এ পেসার। পেসার আনোয়ার আলীর বাউন্সার হেলমেটের সামনের অংশে লাগার পর সেটা গিয়ে আঘাত হেনেছিল চোখে। এরপর রক্ত ঝরতে থাকলে তাকে হাসপাতালে নেয়া হয়। তবে দ্রুতই সেরে উঠছেন তিনি। টি২০ বিশ্বকাপের দলেও আছেন এ পেসার। তাই কয়েকদিনের মধ্যেই অনুশীলনে ফিরতে চান ম্যাকক্লেনাঘান। বলটা হেলমেটের ফাঁক দিয়ে ভেতরে ঢোকার পর সেখানেই আটকে গিয়েছিল। চোখের কোটরে গিয়ে আঘাত হেনেছিল বলটি। রক্তে ভেসে যাচ্ছিল চোখ। আঘাতে উইকেটে লুটিয়ে পড়েন ম্যাকক্লেনাঘান। সঙ্গে সঙ্গেই তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে জানা যায় চোখের কোটরের হাড় ভেঙ্গে গেছে মিচেলের। চিকিৎসক নিশ্চিত করেন তার চোখে অস্ত্রোপচার করতে হবে। যখন তিনি আহত হন তখন ৩১ রানে ব্যাট করছিলেন। অবশ্য, হাসপাতালে ভর্তির পরই সম্বিৎ ফিরে পেয়ে টুইটারে ম্যাকক্লেনাঘান বলেন, ‘সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সব ঠিক আছে শুধু কয়েকটি হাড় ভেঙেছে।’ এখন তিনি সুস্থ হওয়ার পথে। অচিরেই ফিরতে চান এখন অনুশীলনে। তবে বোলিং করতে হলে এখনও সপ্তাহখানেক অপেক্ষা করতে হবে। আপাতত হালকা অনুশীলন করবেন দুয়েকদিনের মধ্যে ফিরে।
×