ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে উপজেলা হাসপাতালেই হবে আল্ট্রাসনোগ্রাম

প্রকাশিত: ০৫:২৫, ৬ ফেব্রুয়ারি ২০১৬

বরিশালে উপজেলা হাসপাতালেই হবে  আল্ট্রাসনোগ্রাম

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ এবার বরিশালের উপজেলা হাসপাতালগুলোতেই হবে আলট্রাসনোগ্রাম পরীক্ষা। সবকিছু ঠিকঠাক থাকলে মার্চ মাস থেকেই চালু হবে চিকিৎসা ব্যবস্থার এই গুরুত্বপূর্ণ সেবা। আর এ সেবা চালু হলে উপজেলা পর্যায়ের রোগীদের সময় ও অর্থ ব্যয় করে আসতে হবে না জেলাপর্যায়ের হাসপাতালে। বরিশালবাসীর জন্য এ সুখবর নিয়ে এসেছেন জেলা সিভিল সার্জন ডাঃ এ.এফ.এম শফীউদ্দিন। সিভিল সার্জন বলেন, অনেক চেষ্টার পর অধিদফতর মেশিনগুলো বরাদ্দ দিয়েছে। এখন ক্রয় প্রক্রিয়া শেষ করে মেশিনগুলো প্রেরণ করবে তারা। তিনি আরও বলেন, আশা করছি চলতি মাসের মধ্যে ক্রয় প্রক্রিয়া শেষ হবে। আগামী মাসের মধ্যেই উপজেলায় মেশিনগুলো চালু করা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন। জানা গেছে, জেলার হিজলা ছাড়া কোন উপজেলা হাসপাতালে আলট্রাসনোগ্রাম মেশিন ছিল না। ৪/৫ বছর আগে আসা হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই মেশিনটি এক্সপার্ট সংকটের কারণে ব্যবহার না করায় বিকল হয়ে পরে।
×