ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২ চালক সাসপেন্ড

পার্বতীপুরে ট্রেনের সংযোগস্থল ভেঙ্গে পড়ায় মন্ত্রীসহ বহু যাত্রীর ভোগান্তি

প্রকাশিত: ০৫:১৯, ৬ ফেব্রুয়ারি ২০১৬

পার্বতীপুরে ট্রেনের সংযোগস্থল ভেঙ্গে পড়ায় মন্ত্রীসহ বহু যাত্রীর ভোগান্তি

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ পার্বতীপুরে ট্রেন চালকের (লোকোমাস্টার) অদক্ষতায় আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের ৩টি বগির (কোচ) সংযোগ স্থলের স্ক্রু-কপলিং ভেঙ্গে চরম ভোগান্তিতে পড়েন পার্বতীপুর রেলস্টেশনে অপেক্ষারত বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননসহ ওইসব কোচের টিকেটধারী যাত্রীরা। বৃহস্পতিবার রাতে একতা ট্রেনের ইঞ্জিন সান্টিং করার সময় চালক ট্রেনে স্বজরে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই ওই ট্রেনের চালক (লোকোমাস্টার) রাশেদুল আলম ও সহকারী চালক (সহ-লোকোমাস্টার) তোফায়েল হক তুহিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাতেই ঘটনা তদন্তের জন্য লালমনিহাট বিভাগীয় ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) লুৎফর রহমানকে আহ্বায়ক করে ৩ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন পার্বতীপুর লোকো ইন্সপেক্টর নুরুল কালাম ও উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী (সংকেত) ইকবাল হোসেন। রেল কর্মচারীদের প্রচেষ্টায় ২টি কোচ মেরামত সম্ভব হলেও একটি চেয়ার কোচ বাদ রেখেই ট্রেনটি ৩ ঘণ্টা দেরিতে রাত ১টায় পার্বতীপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
×