ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডলফিন নিধনের বিরুদ্ধে সোচ্চার হওয়ায়...

প্রকাশিত: ০৫:১৭, ৬ ফেব্রুয়ারি ২০১৬

ডলফিন নিধনের বিরুদ্ধে  সোচ্চার হওয়ায়...

জাপান থেকে বহিষ্কৃত হয়েছেন মার্কিন প্রাণী অধিকারকর্মী রিক ও’বেরি। এর আগে তিনি টোকিওর নারিতা এয়ারপোর্টে প্রায় তিন সপ্তাহ আটক অবস্থায় ছিলেন। অস্কারজয়ী প্রামাণ্যচিত্র ‘দ্য কোভ’ নির্মাতা ও’বেরিকে জোর করে প্লেনে তুলে দেয়া হয়। প্রাণী অধিকার গ্রুপ ডলফিন প্রজেক্ট শুক্রবার জানিয়েছে। জাপানের তাইজি শহরে কিভাবে বেধড়ক ডলফিন শিকার চলছে তা ওই প্রামাণ্যচিত্রে তুলে ধরেছেন। এ কারণে জাপানের কর্তৃপক্ষ ও’বেরির ওপর এতটা রুষ্ট ছিল যে তাকে জাপানে ঢোকার প্রবেশাধিকারই দেয়া হয়নি। জাপানের ইমিগ্রেশন কর্মকর্তারা জানিয়েছেন, ও’বেরি গত বছর পর্যটক ভিসায় জাপানে এসে যেসব জায়গা ঘুরে গেছেন সে সম্পর্কে কর্তৃপক্ষকে কিছুই জানাননি। সাধারণত সেপ্টেম্বর মাসে জাপানে ডলফিন নিধন মৌসুম শুরু হয়। ওই সময়ে ও’বেরি সে অঞ্চল পরিদর্শনে গিয়ে আটক হয়ে এক রাত পুলিশ হেফাজতে ছিলেন। দ্য কোভ ছবিটি ২০১০ সালে একাডেমি এ্যাওয়ার্ড জিতেছিল। ওই ছবি তৈরির পর জাপানে অবাধে ডলফিন নিধনের বিষয়টি সবাই জানতে পারে। ও’বেরি বলেছেন, ‘ওদের ডলফিন হত্যার প্রতি সবার দৃৃষ্টি আকর্ষণ করার কাজটি করার জন্য তারা আমাকে জাপানে ঢুকতেই দেয়নি।’ আটক অবস্থায় ৭৬ বছর বয়সী ও’বেরির শারীরিক অবস্থার অবনতি ঘটেছে ডলফিন প্রজেক্টের আইনজীবী তাকাশি তানাকো জানিয়েছেন। জাপানের ইমিগ্রেশন অবশ্য এ ঘটনার বিষয়ে কোন মন্তব্য করেনি।-এএফপি
×