ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্পেনে প্রথম গর্ভবর্তী নারীর দেহে জিকা রোগের ভাইরাস

প্রকাশিত: ০২:৩৮, ৫ ফেব্রুয়ারি ২০১৬

স্পেনে প্রথম গর্ভবর্তী নারীর দেহে জিকা রোগের ভাইরাস

অনলাইন ডেস্ক ॥ স্পেনে প্রথমবারের মত এক গর্ভবর্তী নারী জিকা রোগে আক্রান্ত বলে জানা গেছে। এর মধ্য দিয়ে ইউরোপে প্রথমবারের মত কোন গর্ভবর্তী নারী জিকা রোগে আক্রান্ত হলেন। তিনি সম্প্রতি কলম্বিয়া থেকে স্পেনে এসেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কাটালোনিয়া এলাকায় এক গর্ভবর্তী নারীর শরীরে জিকা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। কলম্বিয়া থেকে দেশে ফেরার পর জিকা রোগের উপসর্গ দেখা দিলে তার ডাক্তারি পরীক্ষা করা হয়। এরপর তার শরীরে জিকার অস্তিত্ব পাওয়া যায়। স্পেনে এ পর্যন্ত মোট সাত জন জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তারা সবাই সুস্থ রয়েছেন। বিদেশে থাকতে তারা এরোগে আক্রান্ত হন। এডিস মশা জিকা ভাইরাস বহন করে। এর কারণে শিশুর জন্মগত ত্রুটি দেখা দিতে পারে।
×