ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আগামীকাল আইইবির ৫৬তম কনভেনশন

প্রকাশিত: ০২:৩৮, ৫ ফেব্রুয়ারি ২০১৬

আগামীকাল আইইবির ৫৬তম কনভেনশন

অনলাইন ডেস্ক ॥ ‘ইঞ্জিনিয়ারস ফর সাসটেইনেবল ডেভলপমেন্ট’ বিষয়বস্তুুকে সামনে রেখে ইঞ্জিনিাস ইনিষ্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ৫৬তম কনভেনশন রমনার আইইবি’র প্রাঙ্গণে আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় কনভেনশন উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রমনার সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে আইইবির সাধারণ সম্পাদক আবদুস সবুর একথা জানান। এ সময় উপস্থিত ছিলেন আইইবির সভাপতি প্রকৌশলী মো. কবির আহমেদ ভূঞা , ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী নূরুজ্জামান, সহকারী সাধারণ সম্পাদক (একাডেমিক এন্ড আন্তর্জাতিক) প্রকৌশলী এসএম মনজুরুল হক মঞ্জু, আইইবির ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মেসবাহুর রহমান টুটুল, সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী প্রমূখ। আব্দুস সবুর বলেন, কনভেনশনে সারা দেশের প্রায় ৬ হাজার প্রকৌশলী রেজিস্ট্রেশন করেছেন। আমরা আশা করছি চীন,ভারত ,পাকিস্তান ,আমেরিকা, লন্ডন,দুবাইসহ বিভিন্ন দেশের প্রায় ১শ’ জন বিদেশী ডেলিগেটস উপস্থিত থাকবেন। তিনি বলেন, এ কনভেনশন চার দিনব্যাপী অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রাথমিক অনুষ্ঠান ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। মূল অনুষ্ঠান শুরু হবে ৬ ফেব্রুয়ারি থেকে। যে অনুষ্ঠানটির শুভ উদ্ধোধন করবেন প্রধানমন্ত্র শেখ হাসিনা।
×