ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কিছু ভাড়াটে বুদ্ধিজীবী দেশের উন্নয়ন চান না ॥ মতিয়া চৌধুরী

প্রকাশিত: ০৮:০০, ৫ ফেব্রুয়ারি ২০১৬

কিছু ভাড়াটে বুদ্ধিজীবী দেশের উন্নয়ন চান না ॥ মতিয়া চৌধুরী

সংসদ রিপোর্টার ॥ বিদেশের কিছু ভাড়া করা বুদ্ধিজীবীরা দেশের উন্নয়ন পছন্দ করে না। তারা দেশের বিরুদ্ধে অপবাদ দিয়ে বেড়ায়। বুদ্ধিজীবীদের কঠোর সমালোচনা করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ কথা বলেছেন। তিনি বলেছেন, বাংলাদেশে বিদেশের কিছু ভাড়া খাটা বুদ্ধিজীবী আছেন। এদের কাজ হচ্ছে দেশের বিরুদ্ধে অপবাদ দিয়ে বেড়ানো। তারা দেশের উন্নয়ন দেখে এদের কলিজা ফুটে যায়। এদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার রাতে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনাকালে তিনি একথা বলেন। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে আরও বক্তৃতা করেন হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার, মীর শওকত আলী বাদশা, মোস্তাফিজুর রহমান, রেজাউল হক চৌধুরী, রিফাত আমিন প্রমুখ।
×