ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলালিংক ও কনসিটো পিআরের মধ্যে চুক্তি সই

প্রকাশিত: ০৫:৩৫, ৫ ফেব্রুয়ারি ২০১৬

বাংলালিংক ও কনসিটো পিআরের মধ্যে চুক্তি সই

দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক এবং কনসিটো পিআর ৪ ফেব্রুয়ারি, ২০১৬-তে বাংলালিংকের পিআর বা গণসংযোগ এজেন্সি হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে। চুক্তিটি বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগারস ডেনে স্বাক্ষরিত হয়। বাংলালিংকের ম্যানেজিং ডিরেক্টর এবং চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) এরিক অস্ এবং কনসিটো পিআরের ম্যানেজিং ডিরেক্টর মঈন তারিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। -বিজ্ঞপ্তি পথকলি পাঠশালা শহরের পথে-ঘাটে অগণিত পথশিশুর বিচরণ। অবহেলা, অনাদর ও অযতেœ বেড়ে ওঠা এই শিশুরা জীবনের মৌলিক অধিকারগুলো থেকে চরমভাবে বঞ্চিত। এই পথশিশুদের শিক্ষা দানের জন্য এগিয়ে এসেছেন কজন কলেজ পড়ুয়া ছেলে। রাজধানীর পান্থকুঞ্জ পার্কে তারা খুলেছেন পথকলি পাঠশালা। -জনকণ্ঠ জ্ঞানতাপস আবদুর রাজ্জাক বিদ্যাপীঠে কারুশিল্পী রাজ্জাকের হাতে পুরস্কার তুলে দেন কারুমেলায় আগত অভ্যাগত অতিথিরা -জনকণ্ঠ
×