ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বামী হত্যায় স্ত্রী ও প্রেমিকের ফাঁসি

প্রকাশিত: ০৫:৩৪, ৫ ফেব্রুয়ারি ২০১৬

স্বামী হত্যায় স্ত্রী ও প্রেমিকের ফাঁসি

কোর্ট রিপোর্টার ॥ রাজধানীর কামরাঙ্গীরচর থানার মোশাররফ হোসেন হত্যা মামলায় তার স্ত্রী তাসলিমা বেগম ও কথিত প্রেমিক রাসেল ওরফে নূর নবীকে ফাঁসির দ- দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার প্রথম অতিরিক্তি মহানগর দায়রা জজ জেসমিন আরা বেগম এ রায় ঘোষণা করেন। প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। তাসলিমা ও রাসেল হাজতে আটক ছিলো। রায়ের সময় তাদের আদালতে আনা হয়। সাজা পরোয়ানা দিয়ে ফের তাদের কারাগারে পাঠানো হয়েছে। ২০০৭ সালের ১৩ অক্টোবর কামরাঙ্গীরচর থানার আফসারাবাদ মধ্য ইসলামনগর এলাকায় মোশাররফ খুন হন। শূন্য আসনে ছাত্র ভর্তির সিদ্ধান্ত মতিঝিল আইডিয়াল স্টাফ রিপোর্টার ॥ বিতর্ক এড়াতে অবশেষে সরকারকে অবহিত করে শূন্য আসনে সীমিতসংখ্যক শিক্ষার্থীকে ভর্তির সিদ্ধান্ত নিয়েছে রাজধানীর স্বনামধ্যন্য প্রতিষ্ঠান মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। দুটি পাঁচতলা নতুন ভবনের নির্মাণ কাজ সম্প্রতি শেষ হওয়ায় নতুন বছরে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে বাছাই করে ভর্তি করা হবে। তবে এক্ষেত্রে সরকারের ভর্তি নীতিমালা অনুসারেই বেতন-ফি নেয়া হবে। মুক্তিযোদ্ধা কোটা, শিক্ষা মন্ত্রণালয় কোটা, প্রতিবন্ধী কোটা ও সহোদর কোটায় আবেদনকারী শিশুরা অগ্রাধিকার পাবে। ভর্তি নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষিতে মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সদস্যরা বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনকে বুধবার ভর্তির বিষয়ে অবহিত করা হয়েছে জানিয়ে সদস্যরা বলেছেন, ভর্তি শুরুর সময়ে নতুন ভবনগুলোর কাজ চলছিল। এখন কাজ শেষ হওয়ায় সেখানে বেশকিছু শিক্ষার্থী ভর্তির সুযোগ সৃষ্টি হয়েছে।
×