ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হৃদরোগে আক্রান্ত কামরুলকে বাঁচাতে সহায়তা দিন

প্রকাশিত: ০৫:২৮, ৫ ফেব্রুয়ারি ২০১৬

হৃদরোগে আক্রান্ত কামরুলকে বাঁচাতে সহায়তা দিন

স্টাফ রিপোর্টার ॥ হৃদরোগে আক্রান্ত অসহায় মোঃ কামরুল ইসলামের (৪৫) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তাঁর হার্টে ব্লক ধরা পড়েছে। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের ডাঃ আতাহার আলীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। জরুরী ভিত্তিতে অপারেশন করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এজন্য প্রয়োজন প্রায় ৪ লাখ টাকা। কিন্তু রোগীর পরিবারের পক্ষে চিকিৎসার এই টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না। পরিবারটির আর্থিক অবস্থা খারাপ। যশোরের কেশবপুরে কামরুল ইসলামের বাড়ি। পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। চিকিৎসার পেছনে সহায়সম্বল ফুরিয়ে গেছে। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত। রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। এমতাবস্থায়, অসহায় কামরুল ইসলামের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তাঁর পরিবার। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে-০১৭২১১১৩১৬৫। আর সাহায্য দিন তাঁর স্ত্রী শাহানা বেগমের এই সঞ্চয়ী হিসাবে-সোনালী ব্যাংক লি:, কেশবপুর শাখা, যশোর, হিসাব নং ০০২১২৩৬৩৯। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা নগদ দিতে সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×