ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বসুন্ধরার সঙ্গে জ্বালানি খাতে সমঝোতায় আগ্রহী ইরান

প্রকাশিত: ০৪:০৫, ৫ ফেব্রুয়ারি ২০১৬

বসুন্ধরার সঙ্গে জ্বালানি খাতে সমঝোতায় আগ্রহী ইরান

দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরার সঙ্গে জ্বালানি খাতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ইরানের ব্যবসায়ী প্রতিনিধিদল। বুধবার সন্ধ্যায় ঢাকায় বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের বাসভবনে গ্রুপের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করে ওই প্রতিনিধিদল। সহযোগিতার জন্য বসুন্ধরা গ্রুপের সঙ্গে ইরানের ট্রেড প্রমোশন অর্গানাইজেশনের দ্রুত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহানসহ শীর্ষ কর্মকর্তারা এ বৈঠকে উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি বামার নতুন কার্যকরী পরিষদ বাংলাদেশের যান্ত্রিক যানবাহনের সংযোজন ও প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিকবৃন্দের সংগঠন, বাংলাদেশ অটোমোবাইলস এসেম্বলার্স এ্যান্ড ম্যানুফ্যাকচারার্স এ্যাসোসিয়েশন (বামা)-এর নির্বাচনে আগামী ২ বছর (২০১৬-২০১৭) মেয়াদের ৯ সদস্যের কার্যকরী পরিষদ সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন। সভাপতি হাফিজুর রহমান খান (চেয়ারম্যান, রানার গ্রুপ), সহ-সভাপতি বেগম সেলিমা আহমাদ (ভাইস-চেয়ারপারসন, নিটল-নিলয় গ্রুপ), সহ-সভাপতি মামুনুর রশিদ (ম্যানেজিং ডাইরেক্টর, রোডমাস্টার মোটরস লি.), সাধারণ সম্পাদক আব্দুল মুসাব্বির আহমাদ (ম্যানেজিং ডাইরেক্টর, নিটল-নিলয় গ্রুপ)। -বিজ্ঞপ্তি। বইমেলায় কেনাকাটায় বিকাশে ১০ শতাংশ ক্যাশ ব্যাক ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ‘অমর একুশে গ্রন্থমেলা-২০১৬’তে বইপ্রেমীরা মেলায় অংশগ্রহণকারী ১২৪টি প্রকাশনা প্রতিষ্ঠান থেকে বই কেনার মূল্য বিকাশ দিয়ে পরিশোধ করলে ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন। বিকাশ গ্রাহকদের জন্য এই অফারটি চলবে বই মেলার শেষ দিন ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। গত দুই বছরেও বিকাশ বইমেলায় বই কেনার মূল্য বিকাশ দিয়ে পরিশোধে অনুরূপ ক্যাশব্যাক সুবিধা প্রদান করেছিল। বিকাশ দিয়ে কেনাকাটায় কোন চার্জ প্রদান করতে হবে না। -বিজ্ঞপ্তি।
×