ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অকারণে দর বাড়ছে জেমিনি সি ফুডের

প্রকাশিত: ০৪:০২, ৫ ফেব্রুয়ারি ২০১৬

অকারণে দর বাড়ছে জেমিনি সি ফুডের

জেমিনি সি ফুডের শেয়ার দর বাড়ার কোন কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে। বিশ্লেষণে দেখা যায়, গত ৫ কার্যদিবসের প্রতিদিনই শেয়ারটির দর বেড়েছে। এ সময়ে শেয়ারটির দর ৩২১ টাকা থেকে বেড়ে ৪৫১ টাকা হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে ১৩০ টাকা ৩ পয়সা বা ২৯ দশমিক ৩৮ শতাংশ। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। গত ৫২ সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ৩২১ টাকা থেকে ৪৯০ টাকা পর্যন্ত। -অর্থনৈতিক রিপোর্টার আরএকে সিরামিকের লভ্যাংশ ঘোষণা শেয়ারবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০১৫ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ২০১৫ সালে কোম্পানি মোট ১০৯ কোটি ৪৩ লাখ বা শেয়ার প্রতি ৩.২৫ টাকা আয় করেছে। আর ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৯৩ টাকায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য ১৩ এপ্রিল বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। আর শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×