ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ব্রাজিলের

প্রকাশিত: ০৪:০০, ৫ ফেব্রুয়ারি ২০১৬

জিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ব্রাজিলের

জিকা ভাইরাস বহনকারী মশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ। শনিবার জাতীয় কার্যক্রম দিবস পালনের মাধ্যমে বিষয়টি নিয়ে তৎপরতা শুরু“ করা হবে বলে রেকর্ডকৃত ওই বার্তায় জানিয়েছেন তিনি, খবর বিবিসির। ওই দিন কয়েক হাজার সেনা ও রাষ্ট্রীয় কর্মী ঘরবাড়ি ও দপ্তরগুলোতে অভিযান চালিয়ে মশা-নিধনযজ্ঞ শুরু করবেন বলে জানিয়েছেন রৌসেফ। মানুষের ঘরবাড়ির ভেতরে বা কাছেই এসব মশার বংশবিস্তার হয়। রৌসেফ বলেন, “এ লড়াইয়ে হার মানা যাবে না।” এ ‘লড়াইয়ে’ সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সবার সহায়তা ও শুভকামান দরকার আমাদের। আপনার পরিবার ও সমাজকে এ বিষয়ে উদ্বুদ্ধ করুন। জিকা ভাইরাসের বিরুদ্ধে বিজ্ঞান এখনও কোন ওষুধ বানাতে না পারায় মশার বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমেই এই রোগকে প্রতিরোধ করতে হবে।’ ৩৬০ ডিগ্রী ক্যামেরা চলতি মাসেই গ্যালাক্সি এস৭ স্মার্টফোনের সঙ্গে ‘গিয়ার ৩৬০’ নামের ৩৬০ ডিগ্রী ক্যামেরা উন্মোচন করবে দক্ষিণ কোরীয় ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। ওই ক্যামেরায় ভিডিও ধারণ ও ছবি তোলা যাবে, ধারণকৃত ভিডিও ও ছবি দেখা যাবে গিয়ার ভিআর হেডসেটে। গ্যালাক্সি এস৭ এর সঙ্গে ব্লুটুথ সংযোগের মাধ্যমে গিয়ার ৩৬০ চালানো যাবে । -ওয়েবসাইট অপরাধীদের ধরিয়ে দিল ভেড়া নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের মধ্য ওটাগোতে এক দল পুলিশ যা পারেনি তা করে দেখাল ভেড়া। এক দল ভেড়াই ধরিয়ে দিল দুষ্কৃত দলকে। একটি গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছিল চার দুষ্কৃতকারী। দ্রুত গাড়ি চালানোর জন্য তাদের থামানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু পুলিশের বারণ শোনেনি তারা। গাড়িটির নম্বর প্লেটও ছিল না। পুলিশের হাত থেকে পালিয়ে গিয়েছিল তারা। শেষ মুহূর্তে এক দল নিরীহ ভেড়া রাস্তায় এসে দাঁড়িয়ে পড়ে। তার পরই পুলিশের জালে ধরা পড়ে চার দাগী দুষ্কৃতকারী। -আনন্দবাজার পত্রিকা
×