ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উত্তরায় থিয়েটার অঙ্গন পথনাট্যোৎসব শুরু হচ্ছে ১২ ফেব্রুয়ারি

প্রকাশিত: ২০:০৭, ৪ ফেব্রুয়ারি ২০১৬

উত্তরায় থিয়েটার অঙ্গন পথনাট্যোৎসব শুরু হচ্ছে ১২ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার ॥ ‘মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়’ সেøাগানে গিতাঞ্জলি ললিতকলা একাডেমির আয়োজনে প্রথমবারের মতো ‘থিয়েটার অঙ্গন পথনাট্যোৎসব’ হচ্ছে রাজধানীর উত্তরার রবীন্দ্র স্মরণীর বটমূলে। আগামী ১২ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। একাডেমির পরিচালক মাহবুব আমিন মিঠু জানান, প্রথমবারের মতো পথনাট্যোৎসবের মঞ্চটির নাম রাখা হয়েছে ভাষাসৈনিক কবি মাহবুব উল আলম চৌধুরী মঞ্চ। উদ্বোধনী অনুষ্ঠান হবে বিকাল ৪টায়। সভাপতিত্ব করবেন প্রফেসর এমিরিটাস রফিকুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম(বার), আইটিআই সাম্মনিক সভাপতি রামেন্দু মজুমদার, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা। দেশের স্বনামধন্য নাট্যদল আরণ্যক, থিয়েটার (আরামবাগ), সুবচন নাট্যসংসদ, মহাকাল নাট্যসম্প্রদায়, নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল, প্রাচ্যনাট, স্বাত্তিক নাট্য সম্প্রদায়, নাট্য পুরান, নাট্যরন থিয়েটার উত্তরা এবং থিয়েটার অঙ্গন তাদের দর্শক নন্দিত নাটক মঞ্চস্থ করবে। প্রতিদিন পাঁচটি করে দুদিনে মোট ১০ টি নাটক মঞ্চায়ণ হবে। উৎসবের সমাপনী দিন প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এদিন সভাপতিত্ব করবেন এমিরিটাস প্রফেসর আনিসুজ্জামান। বিশেষ অতিথি থাকবেন অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম(বার) ও নাট্যজন আতাউর রহমান। নাট্যোৎসবের নাটকরণ সম্পর্কে তিনি বলেন, সুস্থ সংস্কৃতি চর্চা ও বিকাশের লক্ষ নিয়ে ২০০৪ সালে উত্তরায় গীতাঞ্জলি ললিতকলা একাডেমী প্রতিষ্ঠা করা হয়। একাডেমির নাট্যকলা বিভাগ থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের নাট্যক্রিয়া ধরে রাখতে ২০১০ সালে প্রতিষ্ঠা করা হয় ‘থিয়েটা অঙ্গন’ নামের নাট্যসংগঠন। দলটি যেমন মঞ্চনাটক করে তেমনি পথনাটকও করে। দেশের স্বনামধন্য নাট্যদল গুলিকে আমন্ত্রন, গ্রহন এবং উপস্থাপণের দায়িত্বভার গ্রহণ করলো যে দল থিয়েটার অঙ্গন সেই নাট্যদল এবং উৎসবের একত্রিত শিরোনামই থিয়েটার অঙ্গন পথনাট্যোৎসব।
×