ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শহীদ আনোয়ার গার্লস কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশিত: ০৫:৪০, ৪ ফেব্রুয়ারি ২০১৬

শহীদ আনোয়ার গার্লস কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজের দু’দিনব্যাপী আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ’১৬ বুধবার ঢাকা সেনানিবাসের কলেজ প্রাঙ্গণে সমাপ্ত হয়েছে। প্রতিযোগিতায় ২৬৭ পয়েন্ট পেয়ে বেগম রোকেয়া হাউজ চ্যাম্পিয়ন এবং ১৯৪ পয়েন্ট পেয়ে রানারআপ হয়েছে রাবেয়া বসরী হাউজ। ব্যক্তিগত পর্যায়ে ৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে সানজিদা আলম মিম এবং ৪ পয়েন্ট পেয়ে রানারআপ হয়েছে ফারিহা তাসনিম। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর লজিস্টিক্স এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজের ছাত্রীদের কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। পরে প্রধান অতিথির সহধর্মিনী বেগম নবীনা মিজান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় উর্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কলেজের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। -আইএসপিআর আনোয়ার চৌধুরীর ওপর হামলা ॥ আপীলের রায় ১১ ফেব্রুয়ারি স্টাফ রিপোর্টার ॥ সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপীলের রায় ঘোষণা করা হবে ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। বুধবার হাইকার্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ ডেথ রেফারেন্স ও জেল আপীলের শুনানি শেষে রায় ঘোষণা জন্য এ দিন ধার্য করেন। আদালতের শুনানিতে আসামি পক্ষে ছিলেন আইনজীবী একেএম ফয়েজ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন, এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি এ্যাটর্নি জেনারেল শেখ মোঃ মনিরুজ্জামান কবির। ড. গোলাম রহমান প্রধান তথ্য কমিশনার নিযুক্ত তথ্য অধিকার আইন-২০০৯-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোঃ গোলাম রহমানকে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ প্রদান করেছেন। বুধবার তথ্য মন্ত্রণালয় এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। -তথ্য বিবরণী দৃষ্টি দিন ভাষার মাস ফেব্রুয়ারি এখন চলছে। মায়ের ভাষার মান রক্ষা করতে গিয়ে বাংলার যেসব দামাল ছেলে জীবন উৎসর্গ করেছিল তাদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয় এই মাসে। পরিতাপের বিষয়, জাতীয় প্রেসক্লাবে সেই সব আত্মোৎসর্গকারীর ছবি যেখানে লাগানো হয় তার নিচে তাদের নাম লেখা হয়েছে ইংরেজীতে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দেয়া প্রয়োজন। ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। এয়ারটেল ও সিরাজ রেস্টুরেন্টের চুক্তি টেলিকম অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড সিরাজ রেস্টুরেন্টের সঙ্গে সম্প্রতি একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিটি রাজধানীর গুলশান এভিনিউ (দক্ষিণ) সার্কেল-১ এ অবস্থিত সিরাজ রেস্টুরেন্টে স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে এয়ারটেল ফেভারিটস সদস্য এবং এয়ারটেল কর্মীরা সিরাজ রেস্টুরেন্টে বিশেষ ডিসকাউন্ট উপভোগ করবেন। -বিজ্ঞপ্তি
×