ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গণজাগরণ মঞ্চের বর্ষপূর্তিতে দু’দিনের কর্মসূচী

প্রকাশিত: ০৫:৪০, ৪ ফেব্রুয়ারি ২০১৬

গণজাগরণ মঞ্চের বর্ষপূর্তিতে দু’দিনের কর্মসূচী

স্টাফ রিপোর্টার ॥ যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের তৃতীয় বর্ষপূর্তিতে দুদিনের কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এসব কর্মসূচীর মধ্যে রয়েছে মিলনমেলা, স্মৃতিচারণ অনুষ্ঠান, আলোচনাসভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রভৃতি। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারির কর্মর্সূচীতে যোগ দিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন মঞ্চের মুখপাত্র ডাঃ ইমরান এইচ সরকার। এ উপলক্ষে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইমরান বলেন, ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি থেকে প্রতিবাদের দীপ্র মশাল হাতে নিয়ে তৃতীয় বর্ষপূর্তির মাহেন্দ্রক্ষণে এসে দাঁড়িয়েছে গণজাগরণ মঞ্চের আন্দোলন। শাহবাগের জনসমুদ্র থেকে এই আন্দোলন আজ ছড়িয়ে গেছে বিশ্বময়। গণজাগরণ মঞ্চের আন্দোলন সেই ইতিহাসেরই গর্বিত উত্তরাধিকার, যে ইতিহাস হাজার বছরের বাঙালীর হার না মানার দৃঢ় সংগ্রামের চিরন্তন ইতিহাস। যে ইতিহাস মহাকাব্যিক মুক্তিযুদ্ধের বীরত্বের ইতিহাস। ৫ ফেব্রুয়ারি ২০১৬, গণজাগরণ মঞ্চের আন্দোলনের আরেকটি গৌরবময় মাইলফলক স্থাপিত হতে যাচ্ছে। এই আন্দোলনে যে তাজা প্রাণগুলো ঝরে গেছে, তাদের প্রেরণায় উজ্জীবিত হয়ে আমরা আবারও মিলব গণজাগরণের মিলনমেলায়। যারা এদেশের জন্য প্রাণ বিসর্জন দিয়ে গেছেন, তাদের রক্ত বৃথা যেতে না দেয়ার প্রত্যয়ে আমরা আরও একবার শপথের বজ্রমুষ্টি তুলে ধরব, যে বজ্রমুষ্টি একাত্তরের পরাজিত হায়েনাদের অন্তরে আবারও কাঁপন ধরাবে। গণজাগরণ দিবস উপলক্ষে কর্মসূচী ॥ ৫ ফেব্রুয়ারি দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা রঙ তুলিতে স্বপ্নের বাংলাদেশ; বিকেল ৪টা : গণজাগরণ দিবসের র‌্যালি ‘জাগরণ যাত্রা’, বিকেল ৫টা : স্মৃতিচারণমূলক অনুষ্ঠান ‘স্মৃতিতে জাগরণ’, সন্ধ্যা ৭টা : সাংস্কৃতিক অনুষ্ঠান।
×