ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চীনে আটকা পড়া শ্রমিকদের জন্য বিনামূল্যে ট্রেনে ভ্রমণের সুযোগ

প্রকাশিত: ০৩:৫৯, ৪ ফেব্রুয়ারি ২০১৬

চীনে আটকা পড়া শ্রমিকদের জন্য বিনামূল্যে ট্রেনে ভ্রমণের সুযোগ

চীনের রেল কর্তৃপক্ষ তুষারপাতের কারণে বুধবার গুয়াংঝৌয়ে আটকাপড়া ১০ হাজার ভ্রমণকারীকে বিনামূল্যে উচ্চগতিসম্পন্ন ট্রেনে ভ্রমণ করার প্রস্তাব দিয়েছে। তারা চীনের নববর্ষ লুনার নিউইয়ারে যোগ দিতে যাচ্ছিল। শ্রমিকরা তাদের বাড়ি থেকে কারখানাগুলোতে কাজ করার জন্য এখানে বসবাস করেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। শ্রমিকের অনেকেই বছরে মাত্র একবার বাড়ি যায়। ঐতিহ্য অনুযায়ী লুনার নিউইয়ারে মধ্যরাতের আগে পরিবারের সদস্যদের অবশ্যই একসঙ্গে থাকতে হবে। এ বছর ৮ ফেব্রুয়ারি লুনার নিউইয়ার। পাগড়ি নয়, বোরকা নিষিদ্ধ ফ্রান্সে শিখদের পাগড়ি পরার ওপর কোন নিষেধাজ্ঞা নেই। তবে নিরাপত্তাজনিত কারণে বোরকার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। নয়াদিল্লীতে অবস্থিত ফরাসী দূতাবাস মঙ্গলবার এ কথা জানিয়েছে। ফ্রান্স স্পষ্টভাবে বলে দিয়েছে যে, প্রকাশ্যে শিখদের পাগড়ি পরার ওপর কোন নিষেধাজ্ঞা নেই। তবে এ নিষেধাজ্ঞা শুধু সরকারী স্কুলগুলোতে প্রযোজ্য। -টাইমস অব ইন্ডিয়া ২ সেকেন্ডে ৭০ হাজার বিক্রি অবিশ্বাস্য হলেও সত্যি! ভারতে অনলাইনে মাত্র ২ সেকেন্ডে বিক্রি হল ৭০ হাজার স্মার্ট ফোন। চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা লিইকো ‘এলই-১ এস’ নামে একটি স্মার্ট ফোন নতুন লঞ্চ করেছে। সংস্থাটির দাবি, অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টে মাত্র ২ সেকেন্ডে ৭০ হাজারটি ‘এলই-১ এস’ স্মার্ট ফোন বিক্রি হয়েছে। ভারতে লিইকোর কর্মকর্তা অতুল জৈন জানান, এটি একটি নতুন রেকর্ড। মুহূর্তের মধ্যে ৭০ হাজার মোবাইল বিক্রি হওয়ায় আমরা খুবই খুশি। -ইন্ডিয়ান এক্সপ্রেস
×