ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাহজালালে সোনাসহ বিমানের উড়োজাহাজ জব্দ

প্রকাশিত: ০৫:২৯, ৩ ফেব্রুয়ারি ২০১৬

শাহজালালে সোনাসহ বিমানের উড়োজাহাজ জব্দ

স্টাফ রিপোর্টার ॥ চোরাচালানের সোনা বহন করার অভিযোগে আবারও বিমানের একটি উড়োজাহাজ জব্দ করা হয়েছে। সোমবার দুপুরে দোহা থেকে আসা ওই ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সেখানে অভিযান চালিয়ে ৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য আনুমানিক তিন কোটি টাকা। এ সময় কাউকে আটক করা যায়নি। তবে বিমানের চার কর্মকর্তা-কর্মচারীকে আসামি করে বিমানব›ন্দর থানায় একটি মামলা দায়ের করা করেছে কাস্টমস। ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার জানান, দোহা থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের বিজি-০২৬ ফ্লাইটের সিটের নিচ থেকে ৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আগাম তথ্যের ভিত্তিতে ওই ফ্লাইট অবতরণ করার পর পরই যাত্রীদের উপস্থিতিতে একবার অভিযান চালিয়ে সোনা পাওয়া যায়নি। কিন্তুুু সোর্স তখন নিশ্চিত করতে থাকে ওই ফ্লাইটেই সোনার চালান রয়েছে। এরপর সব যাত্রী নেমে যাওয়ার পর আবারও দ্বিতীয় দফা অভিযান চালানো হয়। প্রায় তিন ঘণ্টার এ অভিযানে উড়োজাহাজের প্রতিটি সন্দেহভাজন পয়েন্টে তল্লাশি করা হয়। কোথাও না পেয়ে শেষ পর্যন্ত একটি সিটের নিচে পাওয়া যায় সোনার বারগুলো। সিটের নিচে হলো প্রোফাইলে অত্যন্ত সুকৌশলে লুকানো ছিল এগুলো। সোনা জব্দের পর ওই এয়ারবাসটি জব্দ করা হয়।
×