ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৩৮, ৩ ফেব্রুয়ারি ২০১৬

 টুকরো খবর

হত্যা মামলার আসামি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২ ফেব্রুয়ারি ॥ লক্ষ্মীপুরে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আলাউদ্দিনকে (৪০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর এলাকা থেকে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। আলাউদ্দিন দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর হোসেন শামীম ও মোরশেদ আলম হত্যাসহ ৭টি মামলার পলাতক আসামি। তিনি বশিকপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বশিকপুর গ্রামের সাদেক উল্যাহর ছেলে। পুলিশ জানায়, তালিকাভুক্ত সন্ত্রাসী আলাউদ্দিন নুর হোসেন শামীম ও মোরশেদ আলম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। ইয়াবা বিক্রেতা আটক নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২ ফেব্রুয়ারি ॥ মহাদেবপুরে ২১ পিস ইয়াবাসহ একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় মহাদেবপুর থানা পুলিশ উপজেলা সদরের ব্রিজ রোড এলাকায় অভিযান চালিয়ে অপসোনিন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি রনিকে গ্রেফতার করে। রনির বাড়ি নওগাঁ সদরে বলে জানা গেছে। পুলিশ জানায়, রনি দীর্ঘদিন ধরে ওষুধ কোম্পানির চাকরির আড়ালে ইয়াবা ব্যবসা করে আসছিল। মাছ নিধনে বিষফল নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ২ ফেব্রুয়ারি ॥ চরফ্যাশনের নদী ও খালে বিষ ও উরমাই নামক এক প্রকার গাছের ফলের রস প্রয়োগ করে অসাধু জেলেরা মাছ শিকার করছে। এতে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। বিষ প্রয়োগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় জেলেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের নিকট অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে মৎস্য কর্মকর্তা, পুলিশ ও কোস্টগার্ডকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। নির্দেশনা পেয়ে মঙ্গলবার সকালে দক্ষিণ আইচা থানা পুলিশ চরমানিকা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দৌলতপুর কলোনি থেকে ৩০ বস্তা বিষফল এবং চরমানিকা আউটপোস্টের কোস্টগার্ড চর হাসিনা ও চর লক্ষ্মী এলাকা থেকে ৩০ কেজি প্রয়োগকৃত বিষফল উদ্ধার করেছেন। পাবনায় বইমেলা উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২ ফেব্রুয়ারি ॥ মাসব্যাপী বইমেলা ও পুস্তক প্রর্দশনী সোমবার রাতে উদ্বোধন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্তমঞ্চ প্রাঙ্গণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত প্রফেসর ড. এম সাইদুর রহমান খান এ মেলার উদ্বোধন করেন। পবিত্র কোরান, গীতা, বাইবেল, ত্রিপিটক পাঠ, উদ্বোধনী সঙ্গীত, মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করা হয়। বইমেলা উদ্যাপন পরিষদ পাবনার সভাপতি অধ্যাপক শিবজিত নাগের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি ড. আল-নকিব চৌধুরী, সাংসদ গোলাম ফারুক প্রিন্স, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবিব প্রমুখ। ৭ ডাকাত গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ২ ফেব্রুয়ারি ॥ পলাশ উপজেলার ঘোড়াশাল ও গাজীপুর চৌরাস্তা থেকে ৪ সেট পুলিশের ইউনিফর্ম এবং ছিনতাই হওয়া পিকআপসহ ৭ আন্তঃজেলা ডাকাতকে সোমবার রাতে গ্রেফতার করেছে নরসিংদী ডিবি পুলিশ। নরসিংদী পুলিশ সুপার আমেনা বেগম বিপিএম মঙ্গলবার জানান, গত ৪ জানুয়ারি রাতে বেলাব উপজেলার ওয়ারী থেকে প্রায় সাড়ে ৩ হাজার মুরগির ডিমভর্তি একটি পিকআপ রাজধানীর যাত্রাবাড়ী যাচ্ছিল। পিকআপটি নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাবে পৌঁছলে পুলিশের পোশাক পরিহিত ডাকাত দল পিকআপের গতিরোধ করে। পরে ডাকাতরা ডিমের মালিকসহ পিকআপের চালক ও হেলপারকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে পিকআপটি নিয়ে পালিয়ে যায়। মহিলার মৃত্যু নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ২ ফেব্রুয়ারি ॥ মঙ্গলবার সকালে খুলনা- গোয়ালন্দ ঘাট নকশীকাঁথা ২৫ নং আপ ট্রেনে রাজবাড়ী সেকশনের পাংশা রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক মহিলার মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর। জানা যায়, ট্রেনটি খুলনা থেকে ছেড়ে গোয়ালন্দ ঘাট যাবার পথে সকাল সাড়ে ৯টার দিকে পাংশা রেল স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মহিলার সঙ্গে দুই বছরের একটি শিশু কন্যা ছিল। কন্যাশিশুটি বর্তমানে পাংশা রেলওয়ে স্টেশন মাস্টারের হেফাজতে রয়েছে।
×