ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরিশালে চাঁদা দাবিতে বিয়ে বন্ধ ॥ হামলার শিকার পুলিশ

প্রকাশিত: ০৪:৩৮, ৩ ফেব্রুয়ারি ২০১৬

বরিশালে চাঁদা দাবিতে বিয়ে বন্ধ ॥ হামলার শিকার পুলিশ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ’লীগ নেতা গোলাম মোর্তুজা খানের ছেলে ও দুই শ্যালক মঙ্গলবার সকালে প্রকাশ্যে পিটিয়ে আহত করেছে থানার এসআইসহ চারজনকে। পুলিশের ওপর হামলা ও চাঁদাবাজির মামলায় চেয়ারম্যানের তিন শ্যালককে গ্রেফতার করা হয়। গুরুতর আহত এএসআই মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় ওইদিন দুপুরে মামলা দায়ের হয়। পুলিশ জানায়, নগরবাড়ি গ্রামের ব্যবসায়ী গিয়াস উদ্দিন হাওলাদারের কন্যা সাথীর সঙ্গে পারিবারিকভাবে পার্শ¦বর্তী নিমারপাড় গ্রামের ঠিকাদার সেকান্দার আলী মিয়ার ছেলে শফিকুল ইসলামের আগামী বৃহস্পতিবার বিয়ের দিন ধার্য হয়। ওই বিয়েতে প্রতিবন্ধকতা তৈরি করে নগরবাড়ি গ্রামের মোবাশ্বর আলী হাওলাদার ওরফে মফসের ডলারের ছেলে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্তুজা খানের শ্যালক আমিন আহমেদ হাওলাদার। সাথীর বিয়ের জন্য তার বাবা গিয়াস উদ্দিনের কাছে আমিন মোটা অংকের টাকা চাঁদা দাবি করে। একইভাবে শফিকুলের বাবা সেকান্দারের কাছেও চাঁদা দাবি করে আমিন। এ ঘটনায় আমিনকে আসামি করে সোমবার রাতে গিয়াস উদ্দিন ও সেকেন্দার আলী আগৈলঝাড়া থানায় পৃথক দুটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত আমিনকে রাতেই গ্রেফতার করে। গ্রেফতারকৃত আমিন গৌরনদীর ছাত্রলীগ নেতা রাসেল বেপারী হত্যা মামলার অন্যতম আসামি। শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস নয় ঘণ্টা পর মঙ্গলবার সকাল ১০টায় সচল হয়েছে। ঘন কুয়াশায় সোমবার রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মাঝ পদ্মায় দুই শতাধিক বিভিন্ন প্রকার যানবাহন এবং সহস্রাধিক যাত্রীসহ ১০ ফেরি আটকা পড়ে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী এই তথ্য দিয়ে জানান, রাত ১টায় কুয়াশার চাদরে ঢাকা পড়ে। এ সময় নৌ-চ্যানেলের মার্কিং বয়াবাতি দৃষ্টিহীন হওয়ায় ফেরি পারাপার বন্ধ হয়ে যায়। লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট ও মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়া ফেরি শাহ পরান, বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর, শাহ আলী, আমানত শাহ, কাকলী, কুসুমকলী, ফরিদপুর, কর্ণফুলী, রামশ্রী ও যমুনাসহ ১০টি ফেরি দুর্ঘটনা এড়াতে মাঝ পদ্মায় নোঙর করতে বাধ্য হয়। উখিয়ায় হাতকড়াসহ ডাকাতের পলায়ন স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়া থানা পুলিশের পাহারায় চিকিৎসাধীন অবস্থা থেকে পালিয়ে গেছে ডাকাত বেলাল। ডাকাতিকালে তাকে মেম্বার নুরুল আলম মনুর সহযোগিতায় আটক করে গণধোলাই দিয়ে মরিচ্যা বাজার এলাকা থেকে একটি দেশী কাটা বন্দুক ও তিন রাউন্ড কার্তুজসহ পুলিশে সোপর্দ করেছিল স্থানীয়রা। এ ঘটনায় রতœাপালং ইউপি সদস্য নুরুল হক মনু বাদী হয়ে উখিয়া থানায় এজাহার দায়ের করেছিলেন। ডাকাত সর্দার বেলাল উদ্দিন ওরফে বেলাল ডাকাত ২৯ জানুয়ারি আটক হয়ে তিন দিন পর সোমবার কক্সবাজার সদর হাসপাতাল থেকে হাতকড়াসহ পালিয়ে গেছে। এ ব্যাপারে উখিয়া থানার ওসি হাবিবুর রহমান বলেন, দায়িত্বরত পুলিশের অবহেলার কারণে চিহ্নিত অস্ত্র মামলার আসামি পালিয়ে যেতে সক্ষম হয়।
×