ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নাশকতা মামলা

বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীর যাবজ্জীবন

প্রকাশিত: ০৪:৩৬, ৩ ফেব্রুয়ারি ২০১৬

বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীর যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সিরাজগঞ্জে নাশকতার মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে যাবজ্জীবন সশ্রম কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে রাজশাহী বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন। একইসঙ্গে ১৩ আসামিকে পাঁচ বছর করে কারাদ-াদেশ দেয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩২ জন মামলা থেকে খালাস পেয়েছে। মামলায় দ-প্রাপ্ত প্রধান আসামি খোকসাবাড়ি ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মিজানুর রহমানসহ ২৫ আসামি পলাতক রয়েছেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১১ ডিসেম্বর দেশব্যাপী হরতাল চলাকালে সিরাজগঞ্জের ফকিরতলা বেইলি ব্রিজ উড়িয়ে দেয়ার চেষ্টা করে আসামিরা। এ ঘটনায় ৪০জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করে পুলিশ। তদন্ত শেষে ৬০ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করা হয়। মামলাটি রাজশাহী বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। যাবজ্জীবন সাজা প্রাপ্তরা হলো সিরাজগঞ্জ সদর থানার চক ব্রাহ্মণগাঁতী গ্রামের মিজানুর রহমান, খলিশাকুড়া গ্রামের কাইউম মুন্নি, খলিশাকুড়া খিচুড়িপাড়া গ্রামের মোখলেসুর রহমান, রিয়াজ হাসান রাজু, চন্দ্রকোণা গ্রামের চাঁন মিয়া শেখ, শাহআলম, চর ছনগাছা গ্রামের সুমন, হামিদ, ঘোড়াচড়া এলাকার মোমিন, আমলাপাড়া এলাকার আবু সাইদ সুইট, নতুন ভাঙাবাড়ি দক্ষিণপাড়া এলাকার সবুজ, জারিলা পোড়াবাড়ি এলাকার আনিসুর রহমান, পূর্ব মোহনপুর এলাকার আব্দুল আলিম ওরফে ডাকাত আলিম, বাবু ওরফে ডাকাত বাবু, ধানবান্দি জেসি রোড এলাকার মোতালেব ওরফে তালেব। ৩৫ মণ জাটকা জব্দ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং ও গজারিয়া উপজেলায় মঙ্গলবার সকালে ৩৫ মণ জাটকা আটক এবং চার জেলের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লৌহজংয়ে মাওয়া মৎস্য আড়তে অবৈধ জাটকা বিক্রির দায়ে চার জেলেকে ৪০ হাজার টাকা জরিমানা ও ১০ মণ জাটকা আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মাওয়া মৎস্য আড়তে জাটকা বিক্রির মিরাজ মাদবর, বাবুল মাদবর, স্বপন দাস ও সিদাম দাস নামে চার মাছ বিক্রেতাকে আটক করা হয়। তাদের কাছে থেকে প্রায় ১০ মণ জাটকা আটক করা হয়। মাঠ দিবস স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের বাবড়ীঝাড় গ্রামে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে যন্ত্র দ্বারা বোরো ধান রোপণে কৃষক মাঠ দিবস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাকির হোসেন খাঁন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক গোলাম মোঃ ইদ্রিস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
×