ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এএফসি কাপ ফুটবল

শেখ জামালের অনুশীলন শুরু

প্রকাশিত: ০৪:৩০, ৩ ফেব্রুয়ারি ২০১৬

শেখ জামালের অনুশীলন শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ প্রায় দুই সপ্তাহের ফিটনেস ট্রেনিং শেষে এএফসি কাপের মূলপর্বের জন্য অনুশীলন শুরু করেছে শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেড। অনুশীলন শুরু করলেও টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার রেখা দলের ডিফেন্স লাইনআপ নিয়ে। তবে দলের বাকি সদস্যদের পারফর্মেন্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আর্জেন্টাইন ট্রেনার এরিয়েল কোলম্যান। প্রতিপক্ষ সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলেও এএফসি কাপে ভাল করার প্রত্যয় জানিয়েছেন ফুটবলাররা। দলের গুরুত্বপূর্ণ ৯ ফুটবলারের অনুপস্থিতি সত্ত্বেও ১৫ দিন আগেই ফিটনেস ট্রেনিংয়ের মাধ্যমে এএফসি কাপের প্রস্তুতি নিতে শুরু করেছে শেখ জামাল ধানম-ি ক্লাব। দলের প্রধান কোচ জোসেফ আফুসির অনুপস্থিতিতে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ ফুটবলারদের নিয়ে সোমবার থেকে কোলম্যান মূল অনুশীলন শুরু করেছেন। দলের বর্তমান সদস্যদের বেশিরভাগই নতুন হলেও সার্বিক বিবেচনায় তাদের পারফর্মেন্সে সন্তুষ্ট দলের ট্রেনার কোলম্যান। তবে ফরোয়ার্ড লাইন ও মিডফিল্ড নিয়ে না ভাবলেও ডিফেন্সের দুর্বলতা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে ক্লাব কর্তৃপক্ষের কপালে। কোলম্যান বলেন, ‘আমি এখনও আশাবাদী ক্লাব ছেড়ে যাওয়া ফুটবলাররা আবারও দলে ফিরবে। তবে নতুনরাও বেশ ভাল করছে। ডিফেন্স নিয়ে কিছুটা চিন্তা আছে, তবে আমাদের হাতে যে সময় আছে তাতে নতুন ফুটবলারদের নিয়ে তা পূরণ করতে পারব।’ নিজেদের যোগ্যতা যাচাই করতে এএফসি কাপে অংশগ্রহণের পূর্বে প্রীতি ম্যাচ আয়োজনের দাবি জানান ফুটবলাররা। পাশাপাশি শক্তিমত্তার বিচারে প্রতিপক্ষরা এগিয়ে থাকলেও প্রস্তুতির সময়টা ঠিকমতো কাজে লাগালে বিদেশী ক্লাবগুলোকে হারানো অসম্ভব কিছু না বলেই মনে করেন তারা। শেখ জামাল ধানম-ি ক্লাবের ফুটবলার রিয়াসাত ইসলাম বলেন, ‘এর আগে ফিলিপিন্সে খেলার কারণে তাদের সম্পর্কে কিছুটা ধারণা থাকলেও বাকিদের সম্পর্কে তেমন জানা নেই। তবে তারা সব সময় খেলার মধ্যে থাকায় আমাদের থেকে এগিয়ে থাকাটাই স্বাভাবিক।’ গ্রুপ ‘ই’ তে আছে শেখ জামাল। আগামী ২৩ ফেব্রুয়ারি সিঙ্গাপুরের ক্লাব তেম্পাইন্স রোভার্সের সঙ্গে এ্যাওয়ে ম্যাচ দিয়ে এএফসি কাপ শুরু করবে শেখ জামাল। জামালের পরের ম্যাচগুলো ৮ মার্চ ঢাকায় ফিলিপিন্সের সেরেস লা সালে এফসি, ১৫ মার্চ ঢাকায় মালয়েশিয়ার সেলানগোর এফএ, ১২ এপ্রিল মালয়েশিয়ায় সেলানগোর এফএ, ২৬ এপ্রিল সিঙ্গাপুরের তেম্পাইন্স রোভার্স এবং ১০ এপ্রিল সেরেস লা সালে এফসির বিপক্ষে। পাইওনিয়ার ফুটবল লীগ স্পোর্টস রিপোর্টার ॥ পাইওনিয়ার ফুটবল লীগে মঙ্গলবারের খেলায় আমলীগোলা ফুটবল ক্লাব ২-১ গোলে লালবাগ তরুণ সংঘকে, জে-স্পোর্টস একাডেমি ১-০ গোলে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামকে, বাংলাদেশ বয়েজ ক্লাব চট্টগ্রাম ৩-০ গোলে যাত্রাবাড়ী স্পোর্টস একাডেমি, উত্তরা রিক্রিয়েশন ক্লাব ৩-০ গোলে সিটি ফুটবল একাডেমিকে হারায়।
×