ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বার্ষিক ২০ মিলিয়ন ইউরো পারিশ্রমিকে ৩ বছরের চুক্তি

ম্যানসিটিতে গার্ডিওলার নতুন চ্যালেঞ্জ

প্রকাশিত: ০৪:৩০, ৩ ফেব্রুয়ারি ২০১৬

ম্যানসিটিতে গার্ডিওলার নতুন চ্যালেঞ্জ

স্পোর্টস রিপোর্টার ॥ জোসেপ গার্ডিওলা সালা! পুরো নামটা এমন হলেও বিশ্বের ক্রীড়ানুরাগী প্রতি মানুষের কাছে ‘পেপ’ কিংবা ‘গার্ডিওলা’ নামেই পরিচিতিটা পেয়ে গেছেন বেশি। মাত্র ৪৫ বছর বয়সেই প্রশিক্ষক হিসেবে যে ধারাবাহিক সাফল্য পেয়েছেন সেটা ঈর্ষণীয়। স্পেন থেকে শুরু হয়েছিল কোচিং ক্যারিয়ারের, মাঝে তিনটা মৌসুম জার্মানিতে কাটিয়েছেন। সবখানেই সাফল্য পেয়েছেন। স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনা বিশ্বের অন্যতম সেরা ক্লাব। আবার জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখও সমপর্যায়ের। উভয় দলই যখন তুঙ্গে ছিল, সে সময় দায়িত্ব নিয়ে সহজেই সাফল্য পাইয়ে দিয়েছেন গার্ডিওলা সালা! কিন্তু এবার মৌসুম শেষ হলেই পাড়ি দেবেন ইংল্যান্ডে, আবারও ভিন্ন স্বাদ এবং এবার চ্যালেঞ্জটা আরও কঠিন তার জন্য। কারণ ইংলিশ প্রিমিয়ার লীগের দল ম্যানচেস্টার সিটি ঐতিহ্যে বিশ্বব্যাপী অন্যতম সেরা ক্লাবগুলোর কাতারে থাকলেও একক আধিপত্য নেই এবং চলতি মৌসুমেও সেরা নয় ক্লাবটি। সেখানেই ৩ বছরের জন্য নতুন দায়িত্ব নিয়ে ২০১৬-১৭ মৌসুম থেকে নতুন করে শুরু করেবেন গার্ডিওলা। উভয়পক্ষ থেকেই তা নিশ্চিত করা হয়েছে। এজন্য বাৎসরিক ২০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক পাবেন গার্ডিওলা সালা! কোচ হিসেবে ইতিহাসের অন্যতম সেরা একজন তিনি। খেলোয়াড়ি ক্যারিয়ার ছেড়ে বার্সিলোনা ‘বি’ দলে কোচ হিসেবে যাত্রা শুরু করেছিলেন গার্ডিওলা। মাত্র দুই বছর সে দায়িত্বে থাকার পরই ২০০৮ সালে মাত্র ৩৭ বছর বয়সে তিনি হয়ে যান বিশ্বের অন্যতম সেরা ক্লাব বার্সার কোচ। তারপর থেকে শুধু সাফল্যই পেয়েছে কাতালানরা। চার বছরের দায়িত্বে বার্সাকে বিশ্বের সেরা ক্লাবে পরিণত করেছেন গার্ডিওলা। দায়িত্বের প্রথম মৌসুমেই বার্সাকে ট্রেবল জয় করান লা লিগা, চ্যাম্পিয়ন্স লীগ ও কোপা ডেল রে জিতে। সবমিলিয়ে বার্সাকে জিতিয়েছেন ১৪ শিরোপা। তবে এমন সাফল্যের পরও বিশ্বসেরা দলটির দায়িত্ব ছেড়ে দিলেন তিনি। পুরো একটা মৌসুম ছিলেন ফুটবল জগত থেকে দূরে। এরপরে ২০১৩-১৪ মৌসুমে যোগ দেন জার্মান জায়ান্ট বেয়ার্নে। সেখানেও সাফল্য ধরা দিয়েছে একের পর এক। বেয়ার্নের ধারে কাছেও ঘেঁষতে পারেনি প্রতিপক্ষরা। অবশ্য বাভারিয়ানদের দায়িত্ব নিয়ে একটাই আক্ষেপ গার্ডিওলার, সেটা হচ্ছে ইউরোপের সেরা করতে পারেননি তিনি ক্লাবটিকে। চ্যাম্পিয়ন্স লীগ জিততে পারেনি তার অধীনে বেয়ার্ন। বার্সিলোনার হয়ে ২৪৭ ম্যাচে ১৭৯ জয়, মাত্র ২১ পরাজয় আর ৪৭ ড্র দেখেছেন। বেয়ার্ন মিউনিখের হয়ে এখন পর্যন্ত ১৩৭ ম্যাচে ১০৫ জয়ের বিপরীতে পরাজয় দেখেছেন মাত্র ১৭টি, ড্র ১৫টি। নিঃসন্দেহেই অভাবনীয় সাফল্য। কিন্তু সেরাদের সঙ্গে থাকাটা যেন ঠিক পছন্দনীয় নয় ক্লাব ফুটবলেরর ইতিহাসে সফলতম এ কোচের। বার্সা যখন সবাইকে ছাড়িয়ে তখন যোগ দিলেন বেয়ার্নে। আবার বেয়ার্ন যখন অধরা, তখন ছেড়ে দিলেন এ্যালিয়াঞ্জ এ্যারেনাও। এবার নতুন ঠিকানা ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুম শেষে বেয়ার্ন ছেড়ে দেবেন আগেই জানিয়ছিলেন। গার্ডিওলা জানিয়েছিলেন তিনি ‘নতুন চ্যালেঞ্জ’ নিতে প্রস্তুত হচ্ছেন। পরবর্তী গন্তব্য যে ইংলিশ প্রিমিয়ার লীগ তাও নিশ্চিত করেছিলেন সাবেক এই বার্সা কোচ। তবে কোন ক্লাবে যোগ দিচ্ছেন তা জানাননি তিনি। অবশেষে সোমবার ম্যানসিটি কর্তৃপক্ষ এক অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে, আগামী মৌসুমে ইত্তিহাদে ম্যানসিটির ডাগআউটে দেখা যাবে এই স্প্যানিশ কোচকে।
×