ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খেলবেন না পাকিস্তান সুপার লীগে (পিসিএল)

কাঁধের ইনজুরিতে মুস্তাফিজ

প্রকাশিত: ০৪:২৯, ৩ ফেব্রুয়ারি ২০১৬

কাঁধের ইনজুরিতে মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ কাঁধের ইনজুরির জন্য পাকিস্তান সুপার লীগে (পিএসএল) খেলা হচ্ছে না বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমানের। খুলনায় জিম্বাবুইয়ের বিপক্ষে দ্বিতীয় টি২০’র সময়ে পাওয়া কাঁধের ইনজুরির জন্য পিএসএলে খেলতে পারবেন না মুস্তাফিজ, তা নিশ্চিত হয়ে গেছে। শুক্রবার থেকে আরব আমিরাতে শুরু হতে যাওয়া পিসিবি আয়োজিত এই টি২০ টুর্নামেন্টে লাহোর কালান্দারে খেলার কথা ছিল মুস্তাফিজের। পাকিস্তান সুপার লীগের লাহোর কালান্দারের খসড়া চুক্তিতে মুস্তাফিজকে নেয়া হয়েছিল। মুস্তাফিজ চুক্তি গ্রহণ করলে ৫০ হাজার ডলার পেতেন। কিন্তু কাঁধের ইনজুরির পর বিসিবি জানিয়ে ছিল, মুস্তাফিজকে পিসিবি আয়োজিত এই টুর্নামেন্টে খেলতে অনুমতি পত্র দিতে ইচ্ছুক নয় তারা। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস আশাবাদ ব্যক্ত করেছেন মুস্তাফিজ ফেব্রুয়ারির ২৪ তারিখ থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগেই ফিট হয়ে উঠবে। ৬ ফেব্রুয়ারির আইপিএল এর নিলামে মুস্তাফিজ থাকবে বলে আশা করেন তিনি। জালাল ইউনুস বলেন, ‘মুস্তাফিজের ফিট হতে আরও সপ্তাহ দুয়েক লাগবে। আমরা আশা করছি এশিয়া কাপ টি২০’র আগেই সেরে উঠতে পারবে সে। আমরা চাই আসন্ন দুটি বড় টি২০ টুর্নামেন্টের আগে সে সম্পূর্ণ ফিট হয়ে উঠুক।’ সমস্যা না থাকলে কোন ঘরোয়া টি২০ লীগে খেলতে খেলোয়াড়দের বাধা দেয়া হয় না উল্লেখ করে জালাল ইউনুস বলেন, ‘তামিম, সাকিব ও মুশফিক পিএসএল খেলতে আরব আমিরাতে যাবে। পাঁচ বাংলাদেশী ক্রিকেটার আইপিএল নিলামে থাকছেন। যদি তাদের নেয়া হয় এবং আইপিএলের সময় ফিট থাকে তাহলে অবশ্যই তারা আইপিএলে খেলবে। বিসিবির এ ক্ষেত্রে কোন সমস্যা নেই। কাঁধের ইনজুরির কারণে পিএসএলে খেলবেন না মুস্তাফিজ।’ অনুর্ধ ১৯ বিশ্বকাপ শুরু হওয়ার আগেরদিন বেক্সিমকো কার্যালয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ইঙ্গিত দিয়েছিলেন মুস্তাফিজের না খেলার বিষয়টি। বলেছিলেন, ‘জিম্বাবুইয়ের বিপক্ষে দ্বিতীয় টি২০ ম্যাচে বাঁ কাঁধে ইনজুরিতে পড়েন মুস্তাফিজ। বর্তমানে সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ফলে পাকিস্তান সুপার লীগে (পিএসএল) তার খেলা হবে না। বিসিবি থেকে দেয়া হবে না অনাপত্তি পত্র। যদি সে ফিট হয় তাহলে এশিয়া কাপে খেলবে। যদি ফিট না হয় বিশ্বকাপের আগে ফিট হয়, বিশ্বকাপ খেলবে। দেশের বাইরে ঘরোয়া কোন লীগে খেলার কোন অপশন আপাতত নেই।’
×