ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দ. আফ্রিকা-ইংল্যান্ড ওয়ানডে দ্বৈরথ

প্রকাশিত: ০৪:২৭, ৩ ফেব্রুয়ারি ২০১৬

দ. আফ্রিকা-ইংল্যান্ড ওয়ানডে দ্বৈরথ

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আজ। অতিথি ইংলিশদের কাছে চার টেস্টের সিরিজ ২-১এ হেরে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান খোয়ায় প্রোটিয়ারা। ওয়ানডে সিরিজটা তাদের জন্য ঘুরে দাঁড়ানোর লড়াই। যদিও ভারত সফরে টেস্ট ভরাডুবির আগে ওয়ানডে ও টি২০ দুটি সিরিজই জিতেছিল এবি ডি ভিলিয়ার্সের দল। বিশ্ব ক্রিকেটের অন্যতম সুপার পাওয়ার প্রোটিয়ারা যে কোন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে। ডি ভিলিয়ার্স, হাশিম আমলা, ফ্যাফ ডুপ্লেসিস, রাইলি রুশো, ডেভিড মিলারদের নিয়ে স্বাগতিকদের ব্যাটিং লাইন ভয়ঙ্কর। তবে ইনজুরিতে থাকা ডেল স্টেইন, কাইল এ্যাবট, ভারনন ফিল্যান্ডারের মতো তুখোড় সব পেসারের অভাব অনুভব করবে প্রোটিয়ারা। অন্যদিকে আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি২০ সিরিজ জিতে উজ্জীবিত ইয়ন মরগানের নেতৃত্বাধীন ইংলিশ শিবির। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং আসলেই শক্তিশালী। যদিও ভারত সফরে এবং ঘরের মাটিতে টেস্টে ভাল করতে পারছিল না তারা। ফর্ম হারিয়ে ঝুঝছিলেন হাশিম আমলা। সাদা পোশাকের নেতৃত্ব ছেড়ে দারুণভাবে জ্বলে উঠেছেন দলটির সময়ের সেরা এই ব্যাটসম্যান। তার দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যেই ইংল্যান্ডের কাছে হারা সিরিজে শেষ টেস্টটা জিতে ব্যবধান কমায় প্রোটিয়ারা। ডি ভিলিয়ার্সের কথা আলাদা করে না বললেই নয়। রঙ্গিন পোশাকে বর্তমান বিশ্বে ব্যাট হাতে এক আতঙ্কের নাম। পঞ্চাশ ওভারে দ্রুতগতির সেঞ্চুরিসহ যার ভা-ারে রয়েছে একাধিক রেকর্ড। টেস্ট-ওয়ানডে দুই ভার্সনেই এখন দলের নেতৃত্বে তিনি। টেস্টের বদলা নিতে নিশ্চই জ্বলে উঠতে চাইবেন এই উইলোবাজ। ফর্মে ফেরা আমলাও প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে উঠতে পারেন। নিজের দিনে হিসেব গড় বড় করে দেয়ার সামর্থ্য রাখেন ‘কিলার’ মিলার ও হার্ডহিটার রুশো। স্টেইন-ফিল্যান্ডাররা না থাকায় বল হাতে স্বাগতিকদের পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন কাগিসো রাবাদা। দলের ভরাডুবির মাঝেও টেস্ট সিরিজে অবিশ্বাস্য বোলিং করেছেন ২০ বছরের এই কৃষ্ণাঙ্গ তরুণ। সঙ্গী হিসেবে পাবেন অভিজ্ঞ ক্রিস মরিস ও এ্যালবে মরকেলকে। ফেরানো হয়েছে ডানহাতি মার্চেন্ট ডি লাঙ্গেকে। স্পিনে তুখোড় ইমরান তাহিরের সঙ্গে থাকবেন অলরাউন্ডার জেপি ডুমিনি। অধিনায়ক ডি ভিলিয়ার্স বলেন, ‘স্টেইনকে না পাওয়া হতাশার। তবে রাবাদাসহ যারা আছে তারাও ভাল করার সামর্থ্য রাখে। প্রতিপক্ষ ইংল্যান্ড খুবই ভারসাম্যপূর্ণ দল। আমাদের তাই সেরাটা দিতে হবে।’ ইংল্যান্ড এখন আসলেই ভারসাম্যপূর্ণ। ঘরের মাটিতে এ্যাশেজ পুনরুদ্ধারের পর এখানে টেস্ট সিরিজ জেতে এ্যালিস্টার কুকের দল। আর বিশ্বকাপ ব্যর্থতা কাটিয়ে আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ছোট ফরমেটে দারুণ দুটি সাফল্য তুলে নেয় ইয়ন মরগান বাহিনী। ৪ ওয়ানডের সিরিজ ৩-১এ জয়ের পর টি২০তে পাকিদের ৩-০তে ‘হোয়াইটওয়াশ’ করে ইংলিশরা। দলে আছেন জো রুট, মরগান, এ্যালেক্স হেলস, জস বাটলারের মতো ধুরন্ধর সব ব্যাটসম্যান। যদিও ইনজুরির জন্য ওপেনার জেসন রয়ের খেলা নিয়ে সংশয় রয়েছে। অলরাউন্ডার মঈন আলি আর ক্রিস ওকসকেও আলাদা করে দেখতে হবে। ডেভিড উইলি, ওকস, মঈন, আদিল রশিদকে নিয়ে বোলিং আক্রমণ বৈচিত্র্যপূর্ণ। ৫১ ওয়ানডেতে মুখোমুখি হয়ে ২৫ জয়ে এগিয়ে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের জয় ২২টিতে। ১ টাই ও পরিত্যক্ত হয় ৩ ম্যাচ। ইউরোপিয়ান ব্রিজ গেমসে বাংলাদেশ স্পোর্টস রিপোর্টার ॥ মেধা-মননের সংমিশ্রণে বিশ্বব্যাপী ব্রিজ খেলার জনপ্রিয়তাটা আকাশচুম্বী। খুব ধীরে হলেও তাসের এ খেলা জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশেও। বাংলাদেশ ব্রিজ দল এখন নিয়মিতভাবেই অংশ নিচ্ছে আন্তর্জাতিক টুর্নামেন্টে। আগামী ৫-১১ ফেব্রুয়ারিতে মোনাকোর মন্টে কার্লোতে অনুষ্ঠিতব্য ‘উইন্টার ইউরোপিয়ান ব্রিজ গেমস’-এ অংশ নেবে বাংলাদেশের একটি ব্রিজ দল। পাঁচ সদস্যের বাংলাদেশ দলে অধিনায়ক হিসেবে আছেন মুশফিকুর রহমান মোহন। এছাড়া বাকি চার খেলোয়াড় হচ্ছেনÑ নাইমুল হাসান, বনি আমিন, শাহ জিয়া-উল-হক এবং আসিফুর রহমান। এই টুর্নামেন্টে অংশ নেবে ৩৩ দেশের ৪৯ ব্রিজ দল। প্রতি দেশের র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড়রাই এই আসরে খেলবেন। এ উপলক্ষে মঙ্গলবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি মুশফিকুর রহমান মোহন।
×