ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গর্ভবতী নারীদের ব্রাজিল সফর না করার পরামর্শ

প্রকাশিত: ০৪:২৪, ৩ ফেব্রুয়ারি ২০১৬

গর্ভবতী নারীদের ব্রাজিল সফর না করার পরামর্শ

গর্ভবতী নারীদের অলিম্পিকের জন্যে ব্রাজিল সফরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। জিকা ভাইরাসের ঝুঁকির কারণে এ আহ্বান জানানো হয়। এদিকে দক্ষিণ আমেরিকায় জিকা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় বিশ্বময় জরুরী অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্বাস্থ্য বিষয়ক এই জরুরী অবস্থা ঘোষণা করে বিশ্ব সংস্থাটি বলেছে, মশাবাহিত এই ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে। খবর এএফপি ও বিবিসির। প্রেসিডেন্ট দিলমা রুসেফের চীফ অব স্টাফ জ্যাক ওয়াগনার সোমবার এ কথা জানিয়ে বলেন, গর্ভবতী নারীদের জন্যে জিকা ভাইরাসের ঝুঁকি মারাত্মক। ফলে অলিম্পিক গেমসের জন্যে ব্রাজিল সফরে না আসতে আপনাদের প্রতি স্পষ্টতই অনুরোধ জানানো হচ্ছে। মশাবাহিত জিকা ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরী অবস্থা ঘোষণা করে। রিও ডি জেনেরিওতে অলিম্পিক গেমস উদ্বোধনের এখনও ছয়মাস বাকি। এরই মধ্যে ব্রাজিল নজিরবিহীন এ আহ্বান জানাল। উল্লেখ্য, জিকা ভাইরাসের কারণে অন্যান্য সমস্যার পাশাপাশি অপরিণত মস্তিষ্কের শিশু জন্ম নেয়। জিকা ভাইরাস প্রথম শনাক্ত হয় ১৯৪৭ সালে। কিন্তু এতদিন রোগটিকে খুব একটা গুরুত্ব দেয়া হয়নি। গত বছর লাতিন আমেরিকায় নতুন করে এ রোগ শনাক্তের পর এর ভয়াবহতা সস্পর্কে সতর্ক হয়ে ওঠে সংশ্লিষ্ট সকলে। আফ্রিকায় ইবোলো ভাইরাস সংক্রমণ নিয়ে জরুরী অবস্থা ঘোষণায় দেরি নিয়ে সমালোচনার মধ্যে থাকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার জিকা ভাইরাস নিয়ে জরুরী অবস্থা ঘোষণা করে। অনুপম খেরকে ভিসা দিতে অস্বীকৃতি পাক সরকারের ভারতের জনপ্রিয় অভিনেতা ও কেন্দ্রীয় সরকারের সমর্থক অনুপম খেরকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান সরকার। করাচি সাহিত্য উৎসবে অন্যতম আমন্ত্রিত ছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। খবর জি নিউজের। পাক সরকার ভিসা দিতে অস্বীকার করায় করাচি সাহিত্য উৎসবে যোগদান একপ্রকার অনিশ্চিত হয়ে পড়ল অনুপম খেরের।
×