ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজার উন্নয়নে কাজ করবে এফবিসিসিআই

প্রকাশিত: ০৪:২১, ৩ ফেব্রুয়ারি ২০১৬

পুঁজিবাজার উন্নয়নে কাজ করবে এফবিসিসিআই

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের উন্নয়নে যৌথভাবে কাজ করতে আগ্রহী দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এ্যাসোসিয়েশন (বিএমবিএ)। বিএমবিএ’র নবনির্বাচিত সভাপতি ছায়েদুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদের সঙ্গে বৈঠক করলে এমন আশা ব্যক্ত করেন তিনি। বৈঠকে বাজারের উন্নয়নে উভয়পক্ষ যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করে। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। বৈঠক শেষে এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ সাংবাদিকদের জানান, দেশের পুঁজিবাজারে উন্নয়নে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। পুঁজিবাজারের বিভিন্ন ক্ষেত্রের উল্লেখ করে এফবিসিসিআইয়ের কাছে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব তুলে ধরার জন্য বিএমবিএ’র কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। বিএমবিএ’র সভাপতি মোঃ ছায়েদুর রহমান সাংবাদিকদের জানান, বাজার পরিস্থিতি নিয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।
×