ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাশিয়ায় বিলাসবহুল পণ্যের কেনা-বেচা হ্রাস

প্রকাশিত: ০৩:৫০, ৩ ফেব্রুয়ারি ২০১৬

রাশিয়ায় বিলাসবহুল পণ্যের কেনা-বেচা হ্রাস

অর্থনৈতিক রিপোর্টার ॥ মূল্যস্ফীতি বাড়ায় রাশিয়ায় কমে গেছে বিলাসবহুল পণ্যের কেনা-বেচা। ফলে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। আর রুবলের মান কমায় দেশের পরিবর্তে ইউরোপ থেকে শৌখিন পণ্য কেনার পরিকল্পনা করছেন রুশ ধনীরা। স্টোলেশনিকভ পিরেউলোক রাজধানী মস্কোর অন্যতম ব্যস্ত শপিং এলাকার একটি। শহরের বিলাসবহুল পণ্যের দোকানগুলো গড়ে উঠেছে এখানেই। তাই রাশিয়ার শীর্ষ ধনীদের আনাগোনায় মুখর থাকত এই এলাকা। কিন্তু সময় বদলেছে। পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা, জ্বালানি তেলের দরপতনে মুদ্রার মান কমা ও মূল্যস্ফীতি বাড়ায় বদলে গেছে রুশদের জীবনযাত্রার ধারা। আর তার প্রভাব যে ধনীদের ওপরও পড়েছে সে কথা তো বলাই যায়। কারণ তারাও এখন শৌখিন পণ্য কেনার প্রতি আগ্রহ হারিয়েছেন। তাই ব্যবসায় দেখা দিয়েছে মন্দাভাব। ক্রেতা ধরে রাখতে অভিজাত ব্র্যান্ডগুলো বাধ্য হয়ে মূল্যছাড়ের প্রতিযোগিতায় নেমেছে। কিন্তু ক্রেতারা বসে আছেন অবস্থা স্বাভাবিক হওয়ার আশায়। অনেকে আবার কিছুটা কম দামে পণ্য কিনতে ইউরোপ ট্যুরে যাওয়ার পরিকল্পনা করছেন। গত বছর রুশ অর্থনীতি সঙ্কুচিত হয়েছে প্রায় চার শতাংশ। এমন অবস্থায় কেউ কেউ বিকল্প চিন্তাও করছেন। বিশেষ করে যে মার্কিনীদের জন্য আজ তাদের ভুগতে হচ্ছে তাদের পণ্য না কিনে অনেকে আবার দেশে উৎপাদিত পণ্যের দিকে ঝুঁকছেন। গত ১৮ মাসে ডলারের বিপরীতে রুবলের মান কমেছে প্রায় ৬০ শতাংশ। তাছাড়া জ্বালানির দরপতনের কারণেও ভুগতে হচ্ছে রাশানদের। ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তার এন্টি মানি লন্ডারিং ডিগ্রী লাভ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শোয়াইব আহমদ ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ হাবীবুর রহমান সম্প্রতি মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক আন্তর্জাতিক ডিগ্রী ‘সার্টিফাইড এন্টি মানি লন্ডারিং স্পেশালিস্ট-(ঈঅগঝ)’ অর্জন করেছেন। ইসলামী ব্যাংক কর্মকর্তার এই অর্জন বিশ্বে বাংলাদেশের ইমেজকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বিশেষায়িত এ ডিগ্রী দেশের আর্থিক ও ব্যাংকিং খাতে মানি লন্ডারিং প্রতিরোধে আন্তর্জাতিক মান বজায় রাখতে সহায়তা করবে। -বিজ্ঞপ্তি
×