ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রকল্প অনুমোদনে উপাচার্যের কৃতজ্ঞতা

প্রকাশিত: ০৩:৪৯, ৩ ফেব্রুয়ারি ২০১৬

সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রকল্প অনুমোদনে উপাচার্যের কৃতজ্ঞতা

দক্ষিণ কোরীয় সরকারের ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ডের সহজ শর্তে দেয়া ঋণ সহায়তায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম সেন্টার বেইসড সুপার স্পেশালাইজড হাসপাতাল। মঙ্গলবার একনেক সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল নামের এ প্রকল্পটি অনুমোদন লাভ করে। ১০০০ বেডের সেন্টার বেইসড সুপার স্পেশালাইজড হাসপাতালটিকে এ দেশের স্বাস্থ্যসেবার ভবিষ্যত দিকপাল বলে উল্লেখ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। এদিকে একনেক সভায় সেন্টার বেইসড সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রকল্পটি অনুমোদন দেয়ায় জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। এছাড়া তিনি সার্বিক সহযোগিতার জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি এবং মাননীয় স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলামসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান। -বিজ্ঞপ্তি চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬.৩ শতাংশ-আইএমএফ অর্থনৈতিক রিপোর্টার ॥ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতে চলতি ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৩ শতাংশ। গত সোমবার সংস্থাটির আর্টিকেল-ফোর মিশনের এক প্রতিবেদনে এমন তথ্য জানায়। আইএমএফের পরিচালনা পর্ষদের অনুমোদনের পর বাংলাদেশের ওপর সর্বশেষ পর্যালোচনা করে প্রতিবেদনটি সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নতুন প্রতিবেদনে চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ শতাংশ হতে পারে বলে জানানো হলেও গত নবেম্বরে এই মিশনের আরেক প্রতিবেদনে বলা হয়েছিল, ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশ হতে পারে। আর্টিকেল-ফোর মিশনের প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৬ দশমিক ৮ শতাংশ হবে। মিশনটির এ প্রতিবেদনে প্রবৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়েও তাদের পূর্বাভাস সংশোধন করেছে। চলতি অর্থবছরে বাংলাদেশের বার্ষিক গড় মূল্যস্ফীতি বেড়ে ৬ দশমিক ৫ শতাংশে দাঁড়াবে। তাদের পূর্বাভাসে বাংলাদেশের মূল্যস্ফীতি ধরা হয়েছিল ৬ দশমিক ৪ শতাংশ। সরকারী চাকরিজীবীদের বেতন বৃদ্ধি, বিদ্যুত ও গ্যাসের দাম বৃদ্ধিসহ কিছু কারণে বাংলাদেশের মূল্যস্ফীতি কিছুটা বাড়িয়েছে আইএমএফ।
×