ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিআরটিসির বাস সার্ভিস নিয়ে সংসদে আলোচনা

প্রকাশিত: ০৭:৫২, ২ ফেব্রুয়ারি ২০১৬

বিআরটিসির বাস সার্ভিস নিয়ে সংসদে আলোচনা

সংসদ রিপোর্টার ॥ বিআরটিসি বাস সার্ভিসকে ’কোমর ভাঙ্গা’ উল্লেখ করে পরিবহন দুর্ভোগ লাঘবে তা অন্য কোন সরকারী সংস্থায় স্থানান্তর করার আহ্বান জানানো হয়েছে জাতীয় সংসদে। পাশাপাশি সরকারী চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে শাহবাগে আন্দোলনকারীদের দাবি যৌক্তিক এবং সময়ের দাবি উল্লেখ করে বিষয়টিতে নজর দেয়ার আহ্বান জানানো হয়েছে। সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে এ দুটি বিষয়ে সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মোঃ সেলিম এবং সরকারী দলের সংসদ সদস্য জিয়াউল হক মৃধা। পয়েন্ট অব অর্ডারে রাজধানীবাসীর পরিবহন দুর্ভোগ লাঘবে বিআরটিসিকে অন্য কোন পাবলিক সংস্থায় হস্তান্তর করার আহ্বান জানান ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ সেলিম। এদিকে অপর পয়েন্ট অব অর্ডারে সরকারী চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে শাহবাগে আন্দোলনকারীদের দাবি যৌক্তিক এবং সময়ের দাবি বললেন সরকার দলীয় সংসদ সদস্য জিয়াউল হক মৃধা। সরকারী চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন তিনি।
×